অধ্যায়-৫: MCQ (এক কথায়) | সি প্রোগ্রামিং ভাষা
Updated 1 July 2024
১০৩। প্রোগ্রামার তার ইচ্ছানুযায়ী ---- এর নাম পরিবর্তন করতে পারেন, সংযোজন করতে পারেন, বিয়োজন করতে পারে।
উত্তর: চলক বা ভেরিয়েবল
১০৪। সি প্রোগ্রামের ক্ষেত্রে- প্রোগ্রাম কম্পাইল করার জন্য ------ কী-দ্বয় একত্রে চাপতে হবে।
উত্তর: Alt+F9
১০৫। সি প্রোগ্রামের ক্ষেত্রে- প্রোগ্রাম রান করার জন্য ------ কী-দ্বয় একত্রে চাপতে হবে।
উত্তর: Ctrl+F9
১০৬। সরল অনুক্রমের পরিবর্তনের জন্য কী ব্যবহার করা হয়?
উত্তর: জাম্প
১০৭। C প্রোগ্রামের কাঠামো সিকুয়েন্স কোনটি?
উত্তর: #include <> → main ()
১০৮। সকল ধনাত্মক ও ঋণাত্মক পূর্ণসংখ্যাকে কী বলা হয়?
উত্তর: ইন্টিজার
১০৯। “সি” ভাষায় ইন্টিজার ডেটা টাইপ কত বিটের?
উত্তর: ১৬
১১০। C প্রোগ্রামিং ভাষায় long integer চলক মেমোরিতে কত বাইট জায়গা নেয়?
উত্তর: ৪ (চার) বাইট
১১১। টেক্সট ডেটা টাইপে বর্ণের সংখ্যা সর্বোচ্চ কত হতে পারে?
উত্তর: 255
১১২। Char টাইপ ডেটা মান সীমাবদ্ধ---
উত্তর: 0 – 255
১১৩। float type চলকের জন্য মেমোরিতে কত বাইট জায়গায় প্রয়োজন হয়?
উত্তর: ৪ (চার)
১১৪। সি ভাষায় float ডেটা টাইপ কত বিটের?
উত্তর: ৩২
১১৫। char ডেটা টাইপের জন্য ফরমেট স্পেসিফায়ার কোনটি?
উত্তর: %c
১১৬। int ডেটা টাইপের জন্য ফরমেট স্পেসিফায়ার কোনটি?
উত্তর: %d
১১৭। হেক্সাডেসিমেল integer Read করতে কোন ফরমেট স্পেসিফায়ার Code টি দিতে হবে?
উত্তর: %x
১১৮। double ডেটা টাইপের জন্য ফরমেট স্পেসিফায়ার কোনটি?
উত্তর: %lf
১১৯। ফ্লোটিং ডেটার ফরমেট স্পেসিফায়ার কোনটি?
উত্তর: %f
১২০। সি ভাষায় পরবর্তী লাইনে যাওয়ার জন্য ব্যবহৃত হয়---
উত্তর: r বা \n
১২১। string ডেটা টাইপের জন্য ফরমেট স্পেসিফায়ার কোনটি?
উত্তর: %s
১২২। সি-ভাষার const float pi =3.1416; লিখা হলো যেখানে pi হলো ----
উত্তর: ধ্রুবক
১২৩। সি-ভাষার #define pi 3.1416 লিখা হলো যেখানে pi হলো ----
উত্তর: ধ্রুবক
১২৪। সি-ভাষার float pi =3.1416; লিখা হলো যেখানে pi হলো ----
উত্তর: চলক
১২৫। সি ভাষায় My_Roll ----- চলক।
উত্তর: বৈধ
১২৬। সি ভাষায় my & Rol ----- চলক।
উত্তর: অবৈধ
১২৭। সি ভাষায় int ----- চলক।
উত্তর: অবৈধ
১২৮। সি ভাষায় INT----- চলক।
উত্তর: বৈধ
১২৯। সি ভাষায় int, for, if হলো ----।
উত্তর: কী-ওয়ার্ড
১৩০। কী-ওয়ার্ক কখনো------ হিসেবে আসবে না।
উত্তর: চলক/variable
১৩১। চলক/variable এর শুরুতে কি ব্যবহৃত হয় না?
উত্তর: অংক/সংখ্যা
১৩২। সি-ভাষার চলক Student_name, student name, student @ name এর মধ্যে সঠিক চলক হচ্ছে--
উত্তর: Student_name
১৩৩। “%d” কোন ধরনের উপাত্ত নিয়ে কাজ করে?
উত্তর: integer
১৩৪। “%f” যে উপাত্ত নিয়ে কাজ করে তা হলো-
উত্তর: ফ্লোটিং পয়েন্ট
১৩৫। ‘সি’ ভাষার এক্সপ্রেশন X = pow (3, 2) + (5% 2) + 3; X এর মান কত?
উত্তর: 13
১৩৬। Y= p2x +2/3-এর সমতুল্য সি এক্সপ্রেশন–
উত্তর: Y = pow(p, 2) * x + ⅔;
১৩৭। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট বা এক্সপ্রেশন যখন এক্সিকিউট হয়, তখন তার ফলাফল কি হয়?
উত্তর: সত্য/মিথ্যা
১৩৮। সি ভাষায় রিলেশনাল অপারেটর কয় ধরনের?
উত্তর: ৬
১৩৯। সি ভাষায় && কে কোন ধরনের অপারেটর বলা হয়?
উত্তর: লজিক্যাল (Logical)
১৪০। কোনটি লজিক্যাল অ্যান্ড অপারেটরের চিহ্ন?
উত্তর: &&
১৪১। কোনটি লজিক্যাল অর অপারেটরের চিহ্ন?
উত্তর: ||
১৪২। কোনটি লজিক্যাল নট অপারেটরের চিহ্ন?
উত্তর: !
১৪৩। কোনটি সম্পর্কযুক্ত অপারেটর?
উত্তর: > = বা == বা <= বা != বা > বা <
১৪৪। X = 100; এবং X = X% 10; X-এর মান কত?
উত্তর: 0
১৪৫। X = 100; এবং X/ = 5; X-এর মান কত?
উত্তর: 20
১৪৬। X = 100; এবং X/ = 5; এবং X = X% 10; প্রোগ্রামে ব্যবহুত অপারেটরগুলো হচ্ছে—
উত্তর: অ্যারিথমেথিক ও অ্যাসাইনমেন্ট অপারেটর
১৪৭। for সি-ভাষায় ব্যবহৃত -----।
উত্তর: কী-ওয়ার্ড /লুপ কন্ট্রোল স্টেটমেন্ট
১৪৮। সি ভাষায় সংরক্ষিত শব্দকে বলা হয় ---।
উত্তর: কী-ওয়ার্ড
১৫০। সি প্রোগ্রামিং ভাষায় switch কী?
উত্তর: কী-ওয়ার্ড / কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট
১৫১। return, goto, break হলো ------ এর উদাহরণ।
উত্তর: কী-ওয়ার্ড
১৫২। একই কাজ বারবার করার জন্য প্রোগ্রমিং ভাষায় ----- থাকে।
উত্তর: লুপ কন্ট্রোল স্টেটমেন্ট
১৫৩। ------- এর সাথে ব্যবহৃত শর্তটি সঠিক হয় তখন কন্ট্রোলটি লুপের প্রথমে চলে যায় অন্যথায় পরবর্তী স্টেটমেন্ট কার্যকর হয়।
উত্তর: Continue স্টেটমেন্ট
১৫৪। কোন স্টেটমেন্ট এক্সিকিউট হলে লুপের ভিতর থেকে প্রোগ্রামটি বের হয়ে যাবে।
উত্তর: break স্টেটমেন্ট
১৫৫। একটি লুপের ভিতরে আরেকটি লুপ ব্যবহার করা হলে, তাকে কী বলা হয়?
উত্তর: নেস্টেড লুপ (nested loop)
১৫৬। সি ভাষায় লুপ নিয়ন্ত্রণের স্টেটমেন্ট হচ্ছে- for, while ও ------।
উত্তর: do…while
১৫৭। সি ভাষায় লেখা সব প্রোগ্রাম রান করলে কোডের ভেতরে কোন ফাংশন থেকে প্রোগ্রামটি চলা শুরু হয়?
উত্তর: main () ফাংশন
১৫৮। #include <stdio.h> main(){ int a, b; b = 50; a = b% 25; printf(“%d”, a); } প্রোগ্রামটির আউটপুট কত?
উত্তর: 0
১৫৯। #include <stdio.h> main (){ int a, b; b = 50; a = b% 25; printf(“%d”, a); } ব্যবহৃত প্রোগ্রামিং ভাষাটির নাম হচ্ছে ----।
উত্তর: সি (C)
১৬০। for (i= 1; i <= 5; i++){if (i == 3) continue; printf (“HSC Exam”);} প্রোগ্রামটিতে “HSC Exam” কতবার প্রদর্শিত হবে?
উত্তর: ৪
১৬১। #include <stdio.h>#include <conio.h>int main () { int i, k; i=8; k =i++; printf(“i and k: %d%d”, i, k);getch();} প্রোগ্রাটির আউটপুট কোনটি?
উত্তর: 9 8
১৬২। main (){ int n; scanf(“%d”, &n);printf(“%d”, sqrt (n))} এখানে ব্যবহৃত ডেটা টাইপ কোনটি?
উত্তর: Primary অর্থাৎ ইন্টিজার
১৬৩। main (){ int n; scanf(“%d”, &n); printf(“%d”, sqrt (n))} এখানে আবশ্যক হেডার ফাইল কোনটি?
উত্তর: stdio.h ও math.h
১৬৪। #include <stdio.h>main(){ float r; printf (“Enter your GPA”);scanf(“%d”, & r);} প্রোগ্রামে ডিক্লেয়ার r কে কী বলা হয়?
উত্তর: ভেরিয়েবল বা চলক
১৬৫। #include <stdio.h>main(){ float r; printf (“Enter your GPA”); scanf(“%d”, &r);} প্রোগ্রামে উল্লিখিত %d এর পরিবর্তে ব্যবহার করা যায়-
উত্তর: %f
১৬৬। #include <stdio.h>main(){ int a = 3, b; b = + + a; printf(“%d”, b);} প্রোগ্রাম রান করলে printf () ফাংশনে b এর মান কত হবে?
উত্তর: 4
১৬৭। #include <stdio.h>main(){ int a = 3, b; b = + + a; printf(“%d”, b);} এ b = + + a; অতিরিক্ত লাইন না লিখে প্রোগ্রাম রান করলে printf() ফাংশনে b এর মান ৪ (চার) হবে?
উত্তর: b= a +1;
১৬৮। #include <stdio.h>main(){ int a = 3, b; b = 2*a; printf (“%d”, b);} প্রোগ্রাম রান করলে b এর মান কত হবে?
উত্তর: 6
১৬৯। #include <stdio.h> main(){ int a = 3, b; b = 2*a; printf (“%d”, b);} যখন b=2*a; স্টেটমেন্টের পরিবর্তে b = a++; বা b = a--; স্টেটমেন্ট বসিয়ে প্রোগ্রাম রান করলে আউটপুট মান কত হবে?
উত্তর: 3
১৭০। for (c = 2; c<= 10; c = c + 2){ printf (“ICT”); if(c = = 6) break; } ICT লেখটি কতবার প্রদর্শিত হবে?
উত্তর: ৩
১৭১। for (c = 2; c<= 10; c = c + 2){ printf (“ICT”); if (c = = 6) break; } এ If শর্তটি বাদ দিলে ICT লেখাটি কতবার প্রদর্শিত হবে?
উত্তর: ৫
১৭২। #include <stdio.h>main (){ int x; for (x = 5; x <= 10; x++) printf (“%d”, x); if (x == 6) break;}} প্রোগ্রামটির আউটপুট কোনটি?
উত্তর: 56
১৭৩। for (i=1;i<= 10; i = i+ 2){ printf (“ICT”); if (i = = 7) break;} উদ্দীপকের আলোকে “ICT” লেখাটি কতবার প্রদর্শিত হবে?
উত্তর: ৪ (চার)
১৭৪। for (i=1;i<= 10; i = i+ 2){ printf (“ICT”); if (i = = 7)break;} এই প্রোগ্রামে if শর্তটি বাদ দিলে “ICT” লেখাটি কতবার প্রদর্শিত হবে?
উত্তর: ৫
১৭৫। for (i= 2; i<= 10; i = + 2) এর printf(“%d”, i) ধারা কোনটি?
উত্তর: 2 4 6 8 10
১৭৬। #include <stdio.h>main ( ){ int i; for (i=1;i<= 10; i + = 2){ printf (“%d”, i); }} প্রোগ্রামটির আউটপুট কোনটি?
উত্তর: 13579
১৭৭। for (i = 1; i<8; i+ = 2) printf(“%d”, i); কোনটি উপরের স্টেটমেন্টের ফলাফল?
উত্তর: 1357
১৭৮। #include <stdio.h>main(){ int a, s = 0; for (a = 1; a <= 5; a + +) S = S + a; printf (“%d”, s);} প্রোগ্রামটির আউটপুট কত?
উত্তর: 15
১৭৯। for (c = 2; c<= 10; c = c + 2){ printf (“ICT”); if(c = = 6) continue; } ICT লেখটি কতবার প্রদর্শিত হবে?
উত্তর: ৫
১৮০। for (c = 2; c<= 10; c = c + 2){ printf (“ICT”); if (c = = 6) continue; } এ If শর্তটি বাদ দিলে ICT লেখাটি কতবার প্রদর্শিত হবে?
উত্তর: ৫
১৮১। #include <stdio.h>main (){ int x; for (x = 5; x <= 10; x++) printf (“%d”, x); if (x == 6) continue;}} প্রোগ্রামটির আউটপুট কোনটি?
উত্তর: 5678910
১৮২। for (i=1;i<= 10; i = i+ 2){ if (i = = 7) continue; printf (“ICT”); } উদ্দীপকের আলোকে “ICT” লেখাটি কতবার প্রদর্শিত হবে?
উত্তর: ৪ (চার)
১৮৩। for (i=1; i<= 10; i = i+ 2){ if (i = = 7) continue; printf (“ICT”); } এই প্রোগ্রামে if শর্তটি বাদ দিলে “ICT” লেখাটি কতবার প্রদর্শিত হবে?
উত্তর: ৫
১৮৪। ++p এর সমতুল্য মান কোনটি?
উত্তর: p = p +1
১৮৫। #include <stdio.h>main (){ int i, s = 0; for (i= 1;i<= 6; i++){ s =s + i;}{ printf(“%d”, s);} প্রোগ্রামটির আউটপুট কত?
উত্তর: 21
১৮৬। #include <stdio.h>#include <conio.h>void main(){ int n, i, s; scanf(“%d”, &n);S = 0 for (i = 1; i <= n; i++) s=s+i; printf (“%d”, s); getch ();}
প্রোগ্রামটি রান করালে এবং কীবোর্ডে 10 টাইপ করলে কত ফলাফল পাওয়া যাবে?
উত্তর: 55
১৮৭। #include <stdio.h>#include <conio.h>main (){ int a, b, c; printf (“Enter Value: “); scanf(“%d%d%d”, &a, &b, &c); c = a + b; printf(“\n c = %d”, c);getch();} প্রোগ্রামটিতে কয়টি চলক বা ভেরিয়েবল বিদ্যমান?
উত্তর: ৩ (তিনটি)
১৮৮। #include <stdio.h> #include <conio.h>main (){ int a, b, c; printf (“Enter Value: “); scanf(“%d%d%d”, &a, &b, &c); c = a + b; printf(“nc = %d”, c); getch();} উদ্দীপকে প্রোগ্রামের আউটপুটে ভগ্নাংশ মান পেতে হলে- int ডেটা টাইপ পরিবর্তন করে ----- ডেটা টাইপ ব্যবহার করতে হবে।
উত্তর: float বা double
১৮৯। তিনটি পূর্ণসংখ্যা (a, b, c) কী-বোর্ডের দ্বারা ইনপুট নেয়ার জন্য ইনপুট ফাংশনের সঠিক সি ভাষার কোড কোনটি?
উত্তর: scanf (“%d %d %d”, &a, &b, &c);
১৯০। সি-ভাষায় উপাত্ত গ্রহণের কমান্ড কোনটি?
উত্তর: scanf();
১৯১। একটি করে ক্যারেক্টার প্রদর্শন করার জন্য C-প্রোগ্রামে নিচের কোন কমান্ডটি দিতে হয়?
উত্তর: putchar()
১৯২। একাধিক শব্দ লেখার জন্য C-প্রোগ্রামে নিচের কোন কমান্ডটি দিতে হয়?
উত্তর: puts();
১৯৩। একটি স্ট্রিংয়ের শেষ অক্ষরটি হবে ------।
উত্তর: নাল ক্যারেক্টার (‘\0’)
১৯৪। int n=5; while (n<10) { printf (“Hello World!”); n++}
প্রোগ্রামটি রান করালে “Hello world” লেখাটি কত বার প্রদর্শন করবে?
উত্তর: ৫ বার
১৯৫। C-প্রোগ্রামে for, while , do-while কে কী বলে?
উত্তর: লুপ বা লুপ কন্ট্রোল স্টেটমেন্ট
১৯৬। #include <stdio.h>main(){ int m ; printf (“Enter your marks”);scanf(“%d”, &m); printf (“%d”, &m);} এখানে m এর জন্য কত বাইট জায়গা প্রয়োজন?
উত্তর: ২ বাইট
১৯৭। #include <stdio.h> main(){ int m ; printf (“Enter your marks”); scanf(“%d”, &m); printf (“%d”, &m);} এখানে কোন স্টেটমেন্টটি ভুল?
উত্তর: printf (%d”, &m);
১৯৮। সি ভাষায় সমজাতীয় ডেটা সংরক্ষণের জন্য কোনটি ব্যবহার করা হয়?
উত্তর: অ্যারে
১৯৯। অ্যারের ইনডেক্স সবসময় পূর্ণসংখ্যা হয়, যেটি ---- দিয়ে শুরু হয়।
উত্তর: ০ (শূন্য)
২০০। mark [5] [6] একটি –--- অ্যারের উদাহরণ।
উত্তর: দ্বি-মাত্রিক
২০১। বড় বড় প্রোগ্রামকে ছোট ছোট অংশে ভাগ করার পদ্ধতিকে কী বলে?
উত্তর: ফাংশন
২০২। printf() এর সাহায্যে ডেটা কোথায় পাঠান হয়?
উত্তর: ইনপুট মান আউটপুট মাধ্যমে পাঠায়
২০৩। printf(); সি ভাষার -----.
উত্তর: ফাংশন
২০৪। লাইব্রেরি ফাংশনের getch () এর হেডার ফাইল–---
উত্তর: conio.h
২০৫। ----- ফাংশন হচ্ছে পূর্বে থেকে তৈরিকৃত বিভিন্ন বিষয়বস্তু ও এক ধরনের বিশেষ স্টেটমেন্ট।
উত্তর: লাইব্রেরি
২০৬। ফাংশন printf (), scanf() হলো- ----- ভাষায় লাইব্রেরি ফাংশন।
উত্তর: সি(C)
২০৭। printf() ও puts() হলো—
উত্তর: আউটপুট ফাংশন বা লাইব্রেরি ফাংশন
২০৮। সি ভাষার ----- ফাইল হচ্ছে -প্রোগ্রামের আবশ্যকীয় অংশ ও ফাংশনের বর্ণনা ধারণকারী ফাইল।
উত্তর: হেডার বা লাইব্রেরি
২০৯। stdio.h ও math.h হলো---
উত্তর: হেডার ফাইল বা লাইব্রেরি ফাইল
২১০। সি ভাষায় সিঙ্গেল লাইন কমেন্টের কোডটি লিখ।
উত্তর: //
২১১। সি ভাষায় মাল্টি লাইন কমেন্টের কোডটি লিখ।
উত্তর: /* ----- */
২১২। সমস্যা সমাধানের ধাপগুলোকে যে ছবির মাধ্যমে প্রকাশ করা হয়, তাকে কী বলা হয়?
উত্তর: ফ্লোচার্ট (flowchart)
২১৩। কোনো সমস্যা সমাধানের পর্যায়ক্রমিক ধাপসমূহ হলো--
উত্তর: অ্যালগরিদম
২১৪। Waterfall এক ধরনের ---।
উত্তর: প্রোগ্রাম ডিজাইন মডেল
২১৫। SDLC এর পূর্ণরূপ কী?
উত্তর: Software Development Life Cycle
২১৬। FIFO এর পূর্ণরূপ কী?
উত্তর: First In First Out
২১৭। LIFO
উত্তর: Last In First Out
২১৮। ---- হচ্ছে এক ধরনের ডাটা স্ট্রাকচার যেখানে সর্বশেষ ডাটা আগে প্রসেস হবে।
উত্তর: Stack
২১৯। ---- হচ্ছে এক ধরনের ডাটা স্ট্রাকচার প্রথমে প্রবেশকৃত ডাটা প্রথমে বের হয়ে আসে।
উত্তর: Queue
২২০। BIOS এর পূর্ণরূপ কী?
উত্তর: Basic Input Output System
২২১। BIOS কম্পিউটারে কোথায় সংরক্ষিত থাকে?
উত্তর: ROM
২২২। ROM এর পূর্ণরূপ কী?
উত্তর: Read Only Memory
২২৩। LILO এর পূর্ণরূপ কী?
উত্তর: Last In Last Out
২২৪। সি-প্রিপ্রসেসরগুলোকে _____ চিহ্ন দিয়ে নির্দিষ্ট করা হয়েছে।
উত্তর: #
২২৫। void এর অর্থ কী?
উত্তর: null বা খালি
২২৬। কোন ভাষাকে কম্পিউটার প্রোগ্রামিং ভাষার জনক বলা হয়?
উত্তর: C (সি)
২২৭। প্রোগ্রামিং ভাষার সর্বনিম্ন স্তরের কম্পিউটার ভাষা কোনটি?
উত্তর: মেশিন ভাষা
২২৮। ---- এক লাইন করে অনুবাদক করে।
উত্তর: ইন্টারপ্রেটার
২২৯। একটি জনপ্রিয় এবং বহুল ব্যবহৃত কম্পিউটার প্রোগ্রামিংয়ের ভাষা হচ্ছে ----।
উত্তর: সি (C)
২৩০। প্রোগ্রামিং ভাষার নিয়ম-কানুনের কমান্ডগুলোকে কী বলে?
উত্তর: Syntax (সিনট্যাক্স)
২৩১। উচ্চস্তরের ভাষায় লিখিত প্রোগ্রামের কোডকে কী বলে?
উত্তর: সোর্স কোড বা উৎস প্রোগ্রাম
২৩২। মেশিন ভাষায় লিখিত প্রোগ্রামের কোডকে কী বলে?
উত্তর: অবজেক্ট কোড বা মেশিন কোড বা বস্তু প্রোগ্রাম
২৩৩। SQLite কোন প্রোগ্রামিং ভাষা দিয়ে তৈরি?
উত্তর: সি (C)
২৩৪। if, else, switch কোন ধরণের স্টেটমেন্ট?
উত্তর: কন্ডিশনাল কন্ট্রোল অপারেটর
২৩৫। সি প্রোগ্রামে ইনপুট আউটপুটের জন্যে কোন হেডার ফাইলটি সংযুক্ত করা হয়?
উত্তর: stdio.h
২৩৬। && (and), || (or) এবং ! (not) কোন ধরনের অপারেটর?
উত্তর: লজিক্যাল অপারেটর
২৩৭। ডাটার প্রকৃতিকে কী বলে?
উত্তর: ডাটা টাইপ
২৩৮। যে রাশির মান পরিবর্তনশীল তাকে কী বলে?
উত্তর: চলক (Variable)
২৩৯। যে রাশির মান অপরিবর্তনশীল তাকে কী বলে?
উত্তর: ধ্রুবক (constant)
২৪০। সি ভাষায় চলক কয় ধরনের ও কি কি?
উত্তর: ২ (দুই) যথা ১। লোকাল চলক ও ২। গ্লোবাল চলক
২৪১। সি ভাষায় চলক ডিক্লেয়ার করার সিনট্যাক্স হচ্ছে--
উত্তর: data_type variable_name;
২৪২। সি প্রোগ্রামিং এর প্রথম বই এর নাম কী?
উত্তর: "The C Programming Language"
২৪৩। ANSI পূর্ণরূপ কী?
উত্তর: American National Standards Institute
২৪৪। ভেরিয়েবল নামকরণে সর্বাধিক __ ক্যারেক্টার ব্যবহার করা উত্তম।
উত্তর: ৩১
২৪৫। সি ভাষায় = চিহ্ন দ্বারা কোন অপারেটর বুঝায়?
উত্তর: অ্যাসাইনমেন্ট অপারেটর
২৪৬। সি ভাষায় ~, &, |, ^ চিহ্ন দ্বারা কোন অপারেটর বুঝায়?
উত্তর: বিটওয়াইজ অপারেটর
২৪৭। সি ভাষায় ++
, --
চিহ্নসমূহ দ্বারা কোন অপারেটর বুঝায়?
উত্তর: ইনক্রিমেন্ট ও ডিক্রিমেন্ট অপারেটর
২৪৮। কোন প্রোগ্রামিং ভাষাকে Mother Language বলা হয়?
উত্তর: সি (C)
২৪৯। সি ভাষায় কোন ফাংশন দ্বারা বর্গমূল নির্নয় করা হয়?
উত্তর: sqrt();
২৫০। কন্ট্রোল স্টেটমেন্ট কত প্রকার ও কি কি?
উত্তর: ২ প্রকার যথা: ১। কন্ডিশনাল কন্ট্রোল স্টেটমেন্ট ও ২। লুপ কন্ট্রোল স্টেটমেন্ট
Most Viewed Today
Confirm a Subscriber to stay with us.
Get free updates on the latest artical, direct to your inbox.