অধ্যায়-৪: MCQ (এক কথায়)
Updated 1 July 2024
১। যে কম্পিউটারে ওয়েবপেইজ বা ওয়েবসাইট হোস্ট করা হয় তাকে কী বলে?
উত্তর: ওয়েবসার্ভার (web server)
২। ওয়েবসাইট প্রধানত কয় প্রকার?
উত্তর: ২
৩। ডেটাবেজের সাথে সংযোগ থাকে কোন ওয়েবসাইটের?
উত্তর: ডাইনামিক
৪। .php বা .asp কোন ওয়েবপেইজের এক্সটেনশন?
উত্তর: ডাইনামিক
৫। ওয়েবসাইটের একক ঠিকানা হলো ----।
উত্তর: URL
৬। সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান হয় কোনটির মাধ্যমে?
উত্তর: http
৭। E-mail ঠিকানায় @ চিহ্নের পরের অংশটি হলো ---
উত্তর: হোস্ট নেইম বা ডোমেইন নেইম
৮। https://www.facebook.com এখানে s কী নির্দেশ করে?
উত্তর: Secure বা Security
৯। http://www.ipsc.edu.bd এখানে ipsc দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: ডোমেইন নেইম
১০। http://www.yahoo.com এর সর্বশেষ অংশটির দ্বারা কী বোঝানো হয়েছে?
উত্তর: ডোমেইন প্রকৃতি/টপ লেবেল ডোমেন/commercial
১১। http://www.moedu.gov/home/tag এখানে টপ লেভেল ডোমেইন কোনটি?
উত্তর: .gov
১২। ------ হচ্ছে বিশেষভাবে পরিকল্পিত ওয়েবসাইট যা বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্যের লিংকের সমাহার।
উত্তর: ওয়েব পোর্টাল
১৩। ক্লায়েন্ট বা লোকাল কম্পিউটার থেকে কোনো ফাইল ভিন্ন কম্পিউটারে বা সার্ভার কম্পিউটারে প্রেরণকে ---- বলে।
উত্তর: আপলোড
১৪। প্রয়োজনে অন্যের কম্পিউটার বা সার্ভার কম্পিউটার থেকে ফাইল নিজের কম্পিউটারে নিয়ে আসাকে ----- বলে।
উত্তর: ডাউনলোড
১৫। যখন কোন ব্যক্তি কোন নির্দিস্ট এক বা একাধিক বিষয়ের উপর লেখা প্রকাশের উদ্দেশ্যে একটি ওয়েবসাইট তৈরি করে, তখন ঐ ওয়েবসাইটকে সাধারণত ---- বলা হয়।
উত্তর: ব্লগিং সাইট বা ব্লগ ওয়েবসাইট
১৬। চলমান সংবাদ বিশ্বের যেকোন প্রান্তে প্রচার করার জন্য যেসকল ওয়েবসাইট তৈরি করা হয় তাদেরকে ---- বলা হয়।
উত্তর: নিউজ পোর্টাল
১৭। HTML-এ কোড লিখার ক্ষেত্রে কিছু নিয়মনীতি অনুসরণ করে কোড লিখতে হয়, এই নিয়মনীতি গুলোকেই ---- বলে।
উত্তর: HTML সিনট্যাক্স
১৮। ----- হচ্ছে HTML এলিমেন্ট এর মডিফায়ার যা ওপেনিং ট্যাগে বসে এলিমেন্ট এর বৈশিষ্ট্য বা ফাংশনালিটি নির্ধারণ করে।
উত্তর: অ্যাট্রিবিউট
১৯। একটি ওয়েবসাইটকে ইন্টারনেটে প্রকাশের প্রক্রিয়াকেই ওয়েবসাইট ---- বলা হয়ে থাকে।
উত্তর: পাবলিশিং
২০. HTML এর উদ্ভাবক হলেন—
উত্তর: টিম বার্নাস-লী
২১। HTML প্রাথমিক রূপ লাভ করে কত সালে?
উত্তর: ১৯৮০
২২। ওয়েবপেইজ নিয়ে চিন্তা ভাবনা শুরু হয় কত সালে?
উত্তর: ১৯৮৯
২৩। প্রথম ওয়েবসাইট তৈরি হয় কত সালে?
উত্তর: ১৯৯১
২৪। CERN কোথায় অবস্থিত?
উত্তর: সুইজারল্যান্ডে
২৫। গ্লোবাল হাইপারটেক্সট প্রজেক্ট এর প্রস্তাবনা দেন-
উত্তর: টিম বার্নাস লী
২৬। ওয়েব এর সাথে সম্পর্কযুক্ত কে?
উত্তর: টিম বার্নাস লী
২৭। www ও MIT এর অধ্যাপকের সাথে সম্পর্কযুক্ত কে?
উত্তর: টিম বার্নাস লী
২৮। HTML ও জেনেভার সার্ন সাথে সম্পর্কযুক্ত কে?
উত্তর: টিম বার্নাস লী
২৯. W3C জন্য কে অগ্রনী ভূমিকা রাখেন?
উত্তর: Tim Berners Lee
৩০. W3C এর পূর্ণরূপ কী?
উত্তর: World Wide Web Consortium
৩১. Web অর্থ কী?
উত্তর: Net বা জাল
৩২. WWW এর পূর্ণরূপ—
উত্তর: World Wide Web
৩৩। কোন ধরণের ওয়েবসাইট ব্রাউজারে দ্রুত লোড হয়?
উত্তর: স্ট্যাটিক ওয়েবসাইট
৩৪। মার্ক আপ ল্যাঙ্গুয়েজ কোনটি?
উত্তর: HTML
৩৫। লোডিং করার পরও ডেটার মান পরিবর্তন করা যায় না এমন ওয়েবপেইজটি কোন ধরনের?
উত্তর: স্ট্যাটিক ওয়েবপেইজ
৩৬। ASP, PHP, JSP ভাষা দ্বারা কী ডিজাইন করা হয়?
উত্তর: ডাইনামিক ওয়েবপেইজ বা ওয়েবসাইট
৩৭। ওয়েবপেইজ তৈরিতে কোন ভাষা ব্যবহৃত হয়?
উত্তর: HTML
৩৮। প্রথম বাংলা সার্চ ইঞ্জিন –--
উত্তর: পিপীলিকা
৩৯। পিপীলিকা সার্চ ইঞ্জিনের মালিক কে?
উত্তর: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও gpit.com
৪০। পিপীলিকা সার্চ ইঞ্জিন কত সালে চালু করা হয়?
উত্তর: ২০১৩ সালে
৪১। Google.com কী?
উত্তর: Search Engine
৪২। Google সার্চ ইঞ্জিন কত সালে চালু করা হয়?
উত্তর: ১৯৯৮ সালে
৪৩। Google এর আবিষ্কারক কে?
উত্তর: Sergey Brin and Larry Page
৪৪। গুগল ক্রোম ও সাফারি হলো ---।
উত্তর: ওয়েব ব্রাউজার
৪৫। youtube এর আবিষ্কারক কে?
উত্তর: Jawed Karim, Steve Chen, and Chad Hurley
৪৬। youtube কত সালে চালু করা হয়?
উত্তর: ২০০৫ সালে
৪৭। ফায়ারফক্স একটি –---।
উত্তর: ওয়েব ব্রাউজার
৪৮। গুগলক্রোম একটি সফটওয়ার বা সফটওয়ার টুলস যা –--- হিসেবে ব্যবহৃত হয়।
উত্তর: ওয়েব ব্রাউজার
৪৯। ISP এর পূর্ণ নাম কী?
উত্তর: Internet Service Provider
৫০। ওয়েবপেইজ পরিদর্শন করাকে কী বলে?
উত্তর: ওয়েব ব্রাউজিং
৫১। প্রতিটি ওয়েব ঠিকানার শুরুতে কোনটি থাকে?
উত্তর: https বা http অর্থাৎ প্রোটোকল
৫২। ওয়েবসাইটের অ্যাড্রেসকে কী বলে?
উত্তর: URL
৫৩। URL হলো ওয়েব ----।
উত্তর: এড্রেস/ঠিকানা
৫৪। ওয়েবপেইজ ডিজাইন হচ্ছে ----- ডকুমেন্ট তৈরি।
উত্তর: HTML বা ওয়েব
৫৫। ডোমেন নেম প্রকাশ করা হয় কোনটির মাধ্যমে?
উত্তর: URL
৫৬। প্রাটোকল নেম, হোস্ট নেম, ডাইরেক্টরি নেম ইত্যাদি –---- এর অংশ।
উত্তর: URL
৫৭। URL এর পূর্ণরূপ কী?
Uniform Resource Locator অথবা Universal Resource Locator
৫৮। ---- দেখার জন্য ওয়েব ব্রাউজার ও ইন্টারনেট আবশ্যক।
উত্তর: ওয়েবপেইজ বা ওয়েবসাইট
৫৯। Hyper Text Markup Language এর সাহায্যে কী তৈরি করা যায়?
উত্তর: ওয়েবপেইজ বা ওয়েবসাইট
৬০। সার্ভার ও ক্লায়েন্ট কম্পিউটারের মধ্যে ডেটা আদান-প্রদান জন্য কোন প্রোটোকল প্রয়োজন?
উত্তর: TCP/IP
৬১। HTML-এর মাধ্যমে কোডিং করতে কী ব্যবহার করা হয়?
উত্তর: নোটপ্যাড বা নোটপ্যাড++ অর্থাৎ Text Editor
৬২। MySQL, SQL Server, Oracle ডাটাবেজ কুয়েরি ব্যবহার করা হয় কোন ধরণের ওয়েবপেইজ ডিজাইন করতে?
উত্তর: ডাইনামিক
৬৩। একটি ওয়েবসাইটের প্রথম পৃষ্ঠাকে কী বলে?
উত্তর: হোম পেইজ
৬৪। HTML নামক মার্ক আপ ল্যাংগুয়েজের উপর ভিত্তি করে তৈরিকৃত ডকুমেন্টকে কী বলে?
উত্তর: HTML ডকুমেন্ট বা ওয়েবপেইজ বা ইলেক্ট্রনিক ডকুমেন্ট বা ওয়েব ডকুমেন্ট
৬৫। কোন প্রতিষ্ঠান, কোম্পানির বা ব্যক্তির নিজস্ব ওয়েবপেইজের সমষ্টিকে কী বলে?
উত্তর: ওয়েবসাইট
৬৬। গঠন কাঠামো বৈচিত্র্যের উপর ভিত্তি করে ওয়েবসাইট কত প্রকার?
উত্তর: ৪
৬৭। হোমপেইজ নির্ভর ওয়েবসাইটকে কী বলা হয়?
উত্তর: ওয়েবসাইটের হায়ারারকিক্যাল কাঠামো
৬৮। কোন ওয়েবসাইট কাঠামোতে যে কোন পেইজ থেকে সরাসরি হোম পেইজে যাওয়া যায়?
উত্তর: Network বা Link কাঠামো
৬৯।
চিত্রটি ওয়েবসাইটের কোন কাঠামোর সাথে মিল রয়েছে?
উত্তর: লিনিয়ার
৭০। কোন স্ট্রাকচারের প্রত্যেকটি পেইজ হচ্ছে অনুক্রমিক?
উত্তর: লিনিয়ার
৭১।
চিত্রে Page-4 ও Page-5 কে Page-2 এর সাথে যুক্ত করলে ওয়েবসাইটের কী পরিবর্তিত হবে?
উত্তর: কাঠামো
৭২।
চিত্রে কোন ধরনের কাঠামো প্রদর্শিত হয়েছে?
উত্তর: হায়ারারকিক্যাল/ট্রী
৭৩।
চিত্রের কাঠামোটির প্রথম ওয়েবপেইজকে কী বলে?
উত্তর: হোমপেইজ
৭৪। ওয়েবসাইটের ওয়েব পেইজসমূহ বহুস্তরে বিন্যস্ত হলে তার স্ট্রাকচার হবে–-
উত্তর: হায়ারারকিক্যাল/ট্রী
৭৫। ওয়েব পাবলিশিং এর গৃহীত পদক্ষেপসমূহ হচ্ছে- ১। ডোমেইন নেইম রেজিস্ট্রেশন করা ২। ওয়েব পেইজসমূহ ডিজাইন করা ও ৩। ওয়েবসাইট ----- করা ।
উত্তর: হোস্টিং
৭৬। ওয়েব পাবলিশিং এর ঔচ্ছিক বিষয় হচ্ছে –----।
উত্তর: SEO
৭৭। SEO এর পুর্ণরূপ কী?
উত্তর: Search Engine Optimization
৭৮। SEO কত ধরনের হয়?
উত্তর: দুই ধরনের
৭৯। ডিজাইনকৃত ওয়েব ডুকুমেন্টগুলোকে ওয়েব সার্ভারে আপলোড করাকে কী বলা হয়?
উত্তর: ওয়েব হোস্টিং বা হোস্টিং
৮০। ডোমেন নেইম কোন প্রতিষ্টান থেকে রেজিস্ট্রেশন করতে হয়?
উত্তর: ICANN
৮১। ICANN এর পূর্ণরূপ হচ্ছে—--
উত্তর: International Corporation for Assigned Name and Numbers
৮২। DNS এর পূর্ণরূপ হচ্ছে—
উত্তর: Domain Name System
৮৩ IP ADDRESS কে DOMAIN NAME দ্বারা প্রকাশ করার জন্য প্রয়োজন?
উত্তর: DNS
৮৪। ওয়েব কোডিং করার জন্য কোন টেক্সট এডিটর ব্যবহার করবে?
উত্তর: নোটপ্যাড বা নোটপ্যাড++
৮৫। HTML এর কোন ট্যাগের মাধ্যমে ওয়েবসাইট—সমৃদ্ধ করতে পারবে, তথ্যবহুল করে তুলতে পারবে এবং দৃষ্টি নন্দন করতে পারবে?
উত্তর: হাইপারলিংক
৮৬। কলেজে ভর্তির আবেদনের জন্য একটি ইলেকট্রনিক ফরম পূরণ করা হয়। এই ব্যবস্থাটি তথ্য প্রযুক্তির কোন বিষয়টাকে উল্লেখ করেছে?
উত্তর: ওয়েব সেবা/ওয়েবপেইজ/ওয়েবসাইট/
৮৭। <html><body>This is first website</body></html>
এই কোডের ফলাফল দেখার জন্য কোন সফটওয়্যার ব্যবহৃত হতে পারে?
উত্তর: ব্রাউজার
৮৮। HTML এর সংস্করণ HTML5 এর প্রকাশকাল কোনটি?
উত্তর: ২০১০
৮৯। http এর পূর্ণরূপ কী?
উত্তর: Hyper Text Transfer Protocol
৯০। http এর সার্ভিস পোর্ট কত?
উত্তর: ৮০ (আশি)
৯১। HTML দিয়ে ওয়েবপেইজ তৈরি করার সময় কোন এডিটর ব্যবহার করা হয়?
উত্তর: Notepad বা Notepad++ অর্থাৎ Text Editor
৯২। HTML এর ফাইল নামের এক্সটেনশন কোনটি হবে?
উত্তর: .html বা .htm
৯৩। php দিয়ে ওয়েব পেইজ তৈরির জন্য ফাইলের এক্সটেনশন হচ্ছে--- ।
উত্তর: .php
৯৪। ----- ভাষা কেস ইনসেনসিটিভ, শেখা ও রক্ষণাবেক্ষণ সহজ ।
উত্তর: HTML
৯৫। ছবি, টেবিল, লিংক html এর কোন অংশে থাকে?
উত্তর: <body> </body> ট্যাগের ভিতরে
৯৬। title, Meta, css কোন অংশে থাকে?
উত্তর: <head> </head> ট্যাগের ভিতরে
৯৭। html কোডে এট্রিবিউট লিখতে হয়—
উত্তর: Opening ট্যাগের ভিতরে
৯৮। CSS এর পূর্ণরূপ কী?
উত্তর: Cascading Style Sheet
৯৯। ওপেনিং ট্যাগ, দুই ট্যাগের মধ্যবর্তী কনটেন্ট ও ক্লোজিং ট্যাগ মিলে যা হয় তা-ই একটি ----- ।
উত্তর: এলিমেন্ট/Element
১০০। কোন নন-প্রোগ্রামিং ভাষার সুবিধাগুলো হলো- XML-এর সাথে অনেক সাদৃশ্য এবং বেশির ভাগ ডেভেলপমেন্ট টুলস সমর্থন করে?
উত্তর: HTML
১০১। XML এর পূর্নরূপ কী?
উত্তর: Extended Markup Language
১০২। কোন কেইস ইনসেন্সিটিভ ভাষার সুবিধাগুলো হলো- ভাষাটি সর্বব্যাপী ব্যবহার হয়, অধিকাংশ ব্রাউজার সাপোর্ট করে এবং কোডিং করাও সহজ?
উত্তর: HTML
১০৩। একটি HTML ফাইলের শুরু ট্যাগে বা ওপেনিং ট্যাগের ভিতরে কী লিখা হয়?
উত্তর: অ্যাট্রিবিউট
১০৪। HTML ফাইল তৈরি হয় কীভাবে?
উত্তর: ট্যাগের সমন্বয়ে
১০৫। HTML এর পূর্ণরূপ ---।
উত্তর: Hyper Text Markup Language
১০৬। এইচটিএমএল ট্যাগের চিহ্ন কোনটি?
উত্তর: <>
১০৭. ওপেনিং ট্যাগ থেকে ক্লোজিং ট্যাগ পর্যন্ত সকল কিছুকে কী বলে?
উত্তর: HTML উপাদান বা ইলিমেন্ট
১০৮। কোন html tag এর ক্লোজিং ট্যাগ থাকে না?
উত্তর: <img>, <br>, <hr>
১০৯. HTML ডকুমেন্ট এ ট্যাগের সাথে অতিরিক্ত বৈশিষ্ট্য যুক্ত করতে প্রয়োজন --- ।
উত্তর: অ্যাট্রিবিউট
১১০। HTML এর পরবর্তী লাইন বা ব্রেকে যাওয়ার জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়?
উত্তর: <br>
১১১। ওয়েবপেইজ তৈরিতে ব্যবহৃত আবশ্যক ট্যাগ বা html source code স্ট্রাকচার কোনটি?
উত্তর: <html> <head></head> <body></body> </html>
১১২। ট্যাগ প্রধানত কয় প্রকার?
উত্তর: ২ (দুই)
১১৩। কোন ধরণের ট্যাগের শুরু থাকলেও শেষ থাকে না?
উত্তর: এম্পটি ট্যাগ যেমন - <img>, <br>, <hr>
১১৪। তিনটি নন-কনটেন্ট ট্যাগের নাম লিখ।
উত্তর: <img>, <br>, <hr>
১২০. <p align=”center”> Bangladesh </P> এতে কন্টেন্ট কোনটি?
উত্তর: Bangladesh
১২১। <p align=”center”> Bangladesh </P> এতে এট্রিবিউট ভেলু কোনটি?
উত্তর: center
১২২। <hr> কোন ধরণের ট্যাগ?
উত্তর: এম্পটি ট্যাগ
১২৩। <br> কোন ধরণের ট্যাগ?
উত্তর: এম্পটি ট্যাগ/ ফাঁকা ট্যাগ
১২৪। প্যারাগ্রাফ নির্ধারণ ট্যাগ কোনটি?
উত্তর: <p> </p>
১২৫। কোন ট্যাগটি Italic টেক্সট নির্দেশ করে?
উত্তর: <i> </i>
১২৬।কোন ট্যাগটি bold টেক্সট নির্দেশ করে?
উত্তর: <b> </b>
১২৭। কোন ট্যাগটি underline টেক্সট নির্দেশ করে?
উত্তর: <u> </u>
১২৮। </html> হলো--
উত্তর: ক্লোজিং ট্যাগ
১২৯। ‘br’ এর HTML tag এ থাকে না ----
উত্তর: ক্লোজিং ট্যাগ
১৩০। এইচটিএমএল কোড <p> H <sup> 2 </sup> O </p> এর ফলাফল কোনটি?
উত্তর: H2O
১৩১। HTML কোডে টেক্সকে উপরের দিকে আকৃতি দিতে কোন ট্যাগ ব্যবহার করা হয়?
উত্তর: <sup> </sup> ট্যাগ
১৩২। HTML কোডে টেক্সকে নিচের দিকে আকৃতি দিতে কোন ট্যাগ ব্যবহার করা হয়?
উত্তর: <sub> </sub> ট্যাগ
১৩৩। HTML কোডে টেক্স এর মধ্যেখানে দাগ দিতে কোন ট্যাগ ব্যবহার করা হয়?
উত্তর: <del> </del> ট্যাগ
১৩৪। HTML কোডে কন্টেন এর নিচে আনুভূমিক লাইন টানতে কোন ট্যাগ ব্যবহার করা হয়?
উত্তর: <hr> ট্যাগ
১৩৫। HTML কোডে কন্টেন্টের মধ্যে পরের লাইনে যেতে কোন ট্যাগ ব্যবহার করা হয়?
উত্তর: <br> ট্যাগ
১৩৬। HTML কোডে টেক্সের মধ্যে ফাঁকা জায়গা দিতে কী ব্যবহার করা হয়?
উত্তর:
১৩৭। HTML এ এর পূর্ণরূপ –---
উত্তর: Non breaking space
১৩৮। <html><body><h1> ICT </h1></body></html> প্রাপ্ত আউটপুটে কী দেখাবে?
উত্তর: ICT টেক্সটটি বোল্ড হবে অর্থাৎ ICT
১৩৯। হেডিং ট্যাগ কয়টি?
উত্তর: ৬ (ছয়টি)
১৪০। সবচেয়ে বড় হেডিং ট্যাগ কোনটি?
উত্তর: <h1> </h1>
১৪২। কোন হেডিং ট্যাগের সাইজ সবচেয়ে ছোট?
উত্তর: <h6> </h6>
১৪৩। কোন ট্যাগ লিস্ট আইটেম কে অর্ডার আকারে দেখাবে?
উত্তর: <ol> </ol>
১৪৪। কোন ট্যাগ লিস্ট আইটেম কে আনঅর্ডার আকারে দেখাবে?
উত্তর: <ul> </ul>
১৪৫। <li> এর পূর্ণরূপ কী?
উত্তর: List Item
১৪৬। HTML5 ভার্সন এর কোড বুঝায়তে কোন কোডটি পেইজের সর্ব প্রথমে লিখতে হয়?
উত্তর: <!DOCTYPE html>
১৪৭। ----- ট্যাগ দ্বারা text box, radio button, check box, button তৈরি করা হয় যেখানে শুধু type পরিবর্তন করে দিলে চলবে।
উত্তর: <input type=”” name=”” value=””> ট্যাগ
১৪৮। ---- ট্যাগটি এক ধরনের text box তৈরি করে যেখানে সারি ও কলাম নিজের চাহিদামত দেওয়া যায়।
উত্তর: <textarea rows=“” cols=“”></textarea>’
১৪৯। action=“URL”, method=“get/post” কোন ট্যাগের অ্যাট্রিবিউট?
উত্তর: <form> </form> ট্যাগ
১৫০। HTML ভাষায় প্রতিটি ফ্রেমকে কী বলে?
উত্তর: HTML ডকুমেন্ট
১৫১। ওয়েবসাইটের লে-আউটকে কী বলা হয়?
উত্তর: টেমপ্লেট
১৫২। যদি একটি ফন্টের বিভিন্ন সংস্করণ হিসেবে প্রকাশ করা হয় তাকে কী বলে?
উত্তর: ফন্ট ফ্যামিলি
১৫৩। ফন্টের নাম পরিবর্তন করতে কোন অ্যাট্রিবিউট ব্যবহৃত হয়?
উত্তর: face
১৫৪। face, size, color কোন ট্যাগের এট্রিভিউট?
উত্তর: <font> </font>ট্যাগের
১৫৫। HTML-এ বাংলা ফন্ট ব্যবহারের জন্য কোন অ্যাট্রিবিউট প্রয়োজন?
উত্তর: face
১৫৬। নীল কালারের কোড হলো—
উত্তর: RGB(0, 0, 255)
১৫৭। RGB (255, 255, 255) দ্বারা কোন রং নির্দেশ করে?
উত্তর: সাদা
১৫৮। <img> ট্যাগের সাথে সঙ্গতিপূর্ণ ট্যাগ কোনটি?
উত্তর: <br> বা <hr>
১৫৯। ছবি সংযুক্ত করার ট্যাগ কোনটি?
উত্তর: <img>
১৬০। src, width, height, title কোন ট্যাগের এট্রিবিউট?
উত্তর: <img> ট্যাগের
১৬১। src এর পূর্ণরূপ হচ্ছে—
উত্তর: Source Content
১৬২। ----- প্রদর্শিত না হওয়ার কারণগুলো হলোঃ-ফাইলের নাম লিখতে ভুল করা, ব্রাউজার সাপোর্ট না করা ও সঠিক লোকেশন ব্যবহার না করা।
উত্তর: ইমেজ বা ছবি
১৬৩। একটি পেইজের সাথে অন্য পেইজের সংযোগকে HTML ভাষায় কী বলে?
উত্তর: হাইপারলিংক (Hyperlink)
১৬৪। ওয়েবপেইজের মধ্যে লিংক করার ট্যাগ কোনটি?
উত্তর: <a href=”URL”> Click </a>
১৬৫। <a href=”URL”> Click </a> এখানে ‘a’ দ্বারা কী বুঝায়?
উত্তর: Anchor
১৬৬। <a> </a> ট্যাগের একটি এট্রিবিউট হচ্ছে—
উত্তর: href
১৬৭। <html><head><title> This is My First Web Page </title></head><body><h1> This is My Website </h1><P> <U> This is My Personal Website </U></P></body></html> উদ্দীপকের This is My Personal Website লাইনটির আউটপুটের ধরন কিরূপ হবে?
উত্তর: আন্ডারলাইন অর্থাৎ লেখার নিচে দাগ বসবে।
১৬৮। Personal শব্দের ওপর ক্লিক করলে জীবন বৃত্তান্তের পেইজটি ওপেন করার জন্য কোন ধরনের ট্যাগ ব্যবহার করতে হবে?
উত্তর: <a href=”URL”> Personal </a>
১৬৯। হাইপারলিংকের কাজ করতে কোন ট্যাগ ব্যবহার করে?
উত্তর: <a href=”URL”> Click </a>
১৭০। ------ কাজ করার সুবিধা হচ্ছে-ওয়েবসাইটের একটা পেইজের এক অংশের সাথে একই পেইজের অন্য অংশের লিংক করা যায়, ওয়েবসাইটের এক পেইজ থেকে অন্য পেইজে যাওয়া যায় এবং এক ওয়েবসাইটের সাথে অন্য ওয়েবসাইট লিঙ্ক করা যায় ।
উত্তর: হাইপারলিংকে
১৭১। <html><body><p> <b> First Program </b> </p><a href=”test.html” > Test Website </a></body></html> কোডটিতে ট্যাগ ব্যবহৃত হয়- ফরমেটিং ও -----।
উত্তর: হাইপারলিংক
১৭২। ব্রাউজকারীর সময় বাঁচে কোন ট্যাগে?
উত্তর: হারপারলিংক অর্থাৎ <a href=”URL”> Click </a>
১৭৩। <a href=”url”> link text </a> উক্ত কোডের “url” দ্বারা বুঝায়---
উত্তর: ওয়েবসাইটের পূর্ণ ঠিকানা
১৭৪। <a href=”url”> link text </a> উক্ত কোড ব্রাউজার দিয়ে প্রদর্শন করলে, আউটপুট হবে---।
উত্তর: link text
১৭৫। <a href = “url”> link text </a> এই কোডে ওয়েবপৃষ্ঠার পূর্ণ ঠিকানা কোনটি?
উত্তর: URL
১৭৬। যে ট্যাগ ব্যবহার করে ছবি যুক্ত করা যায়, সেই ট্যাগের প্রকারভেদের সাথে নিচের কোন ট্যাগের মিল রয়েছে?
উত্তর: <br> বা <hr>
১৭৭। .jpg, .bmp ও .png দ্বারা কার এক্সটেনশন বুঝায়?
উত্তর: ইমেজ বা ছবির
১৭৮। .jpg এর পূর্ণরুপ হচ্ছে—
উত্তর: Joint Photographic Group
১৭৯। .jpeg এর পূর্ণরুপ হচ্ছে—
উত্তর: Joint Photographic Expert Group
১৮০। .png এর পূর্ণরুপ হচ্ছে—
উত্তর: Portable Network Graphics
১৮১। .bmp এর পূর্ণরুপ হচ্ছে—
উত্তর: Bitmap
১৮২। gif এর পূর্ণরুপ হচ্ছে—
উত্তর: Graphics Interchange Format
১৮৩। ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লোড করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোনো টেক্সট প্রদর্শনের জন্য ব্যবহৃত অ্যাট্রিবিউট কোনটি?
উত্তর: alt
১৮৪। HTML এ টেবিল এর অনুভূমিক লাইনকে কী বলে?
উত্তর: সারি বা ROW
১৮৫। টেবিল তৈরি করার জন্য কোন ট্যাগটি দিতে হয়?
উত্তর: <table> </table>
১৮৬। <tr> ট্যাগ হলো—-
উত্তর: table row
১৮৭। HTML 5 লে-আউট এর একটি ট্যাগ <table></tabl> এবং অপরটি কী?
উত্তর: <div> </div>
১৮৯। HTML এ টেবিলের সেলকে আনুভূমিক দিকে মিলিত করতে কোন এট্রিবিউট ব্যবহৃত হয়?
উত্তর: colspan
১৯০। HTML এ টেবিলের সেলকে লম্বালম্বি দিকে মিলিত করতে নিচের কোন এট্রিবিউট ব্যবহৃত হয়?
উত্তর: rowspan
১৯১। <th> </th>, <tr> </tr>, <td> </td> ট্যাগসমূহ কি তৈরি করতে প্রয়োজন?
উত্তর: Table
১৯২। <table> <tr> <td> A </td> <td> B </td> </tr><tr> <td> C</td> <td> D</td></tr> </table> উদ্দীপকের html এ কোডের আউটপুট হলো—
উত্তর:
১৯৩। সেল নির্দেশক HTML ট্যাগ কোনটি?
উত্তর: <td> </td> বা <th> </th>
১৯৪। <td> এর পূর্ণরূপ হচ্ছে—
উত্তর: Table Data
১৯৫। <th> এর পূর্ণরূপ হচ্ছে—
উত্তর: Table Head
১৯৬। HTML টেবিলের শিরোনাম দেওয়া হয় কোন ট্যাগ দ্বারা?
উত্তর: <caption></caption>
১৯৭। কোন টেবিলের row height বাড়ানোর জন্য নিম্নের কোন attribute ব্যবহৃত হয়?
উত্তর: cellpadding
১৯৮। কোন html ট্যাগটি ড্রপ ডাউন বক্স তৈরিতে ব্যবহৃত হয়?
উত্তর: <select><option></option></select> অথবা <frame>
১৯৯। টেবিলের সেলের ব্যাকগ্রাউন্ড কালার কোন ট্যাগে হলুদ হবে?
উত্তর: <td bgcolor = “Yellow”> </td>
২০০। ওয়েবসাইটে যে সার্ভার থাকে তাকে কী বলে?
উত্তর: ওয়েব সার্ভার
২০১। ওয়েবসাইট তৈরি ও ----- ক্ষেত্রে বিবেচ্য বিষয়- ওয়েবসাইট ডিজাইন, ডোমেইন রেজিস্ট্রেশন, হোস্টিং।
উত্তর: পাবলিশিংয়ের
২০২। একটি আইপি অ্যাড্রেসকে প্রকাশের জন্য Ipv4 এ মোট কয়টি অকটেড প্রয়োজন?
উত্তর: ৪টি
২০৩। ওয়েব সাইটের টেক্সট ভিত্তিক অর্থাৎ আলফানিউমেরিক ঠিকানাকে কী বলে?
উত্তর: ডোমেইন নেইম
২০৪। http://www.moedu.gov/home/tag এখানে টপ ডোমেইন কোনটি?
উত্তর: .gov
২০৫। .int দ্বারা কী বুঝায়?
উত্তর: আন্তর্জাতিক প্রতিষ্ঠান বা Internatianal
২০৬। শিক্ষা প্রতিষ্ঠানে ব্যবহৃত টপ লেভেল ডোমেইনের নাম কি?
উত্তর: .edu
২০৭। .edu দ্বারা কোন ধরনের ডোমেইনকে বুঝায়?
উত্তর: শিক্ষামূলক বা educational
২০৮। http://www.yahoo.com এর সর্বশেষ অংশটির দ্বারা কী বুঝায়?
উত্তর: ডোমেইনের প্রকৃতি/টপ লেভেল ডোমেন/commercial
২০৯। .com দ্বারা কোন ধরনের ডোমেইনকে বোঝায়?
উত্তর: বাণিজ্যিক বা comercial
২১০। .org দ্বারা কোন ধরনের ডোমেইনকে বোঝায়?
উত্তর: সংস্থা বা organizational
২১১। .net দ্বারা কোন ধরনের ডোমেইনকে বোঝায়?
উত্তর: নেটওয়ার্ক (Network)
২১২। .mil দ্বারা কোন ধরনের ডোমেইনকে বোঝায়?
উত্তর: military
২১৩। .gov দ্বারা কোন ধরনের ডোমেইনকে বোঝায়?
উত্তর: সরকারি বা Government
২১৪। https://ntrca.gov.bd ওয়েব ঠিকানায় bd দ্বারা কী বোঝায়?
উত্তর: Bangladesh অর্থাৎ Country Code
২১৫। লিখিত তথ্যের বাইরে ছবি, অডিও ও ভিডিও জাতীয় তথ্যকে বলা হবে ----।
উত্তর: হাইপারমিডিয়া (Hypermedia)
২১৬। FAQ এর পূর্ণরূপ হচ্ছে--
উত্তর: Frequently asked questions
২১৭। ছয়টি হেডিং ট্যাগগুলো হলো-
উত্তর: h1, h2, h3, h4, h5, h6
২১৮। অনুভূমিক রেখা (horizontal line) আকার জন্য রয়েছে হরাইজন্টাল রুল এলিমেন্ট। এর সিন্ট্যাক্স হলো--
উত্তর: <hr>
২১৯।
<ul type="square">
<i>Item 1</li>
<li>Item 2</li>
</ul>
এই কোডের আউটপুট হচ্ছে--
উত্তর:
২২০।
<ul type="Circle">
<li>Item 1</li>
<li>Item 2</li>
</ul>
এই কোডের আউটপুট হচ্ছে--
উত্তর:
২২১।
<ul type="disk">
<li>Item 1</li>
<li>Item 2</li>
</ul>
এই কোডের আউটপুট হচ্ছে--
উত্তর:
২২২।
<ol type="i">
<i>Item 1</li>
<li>Item 2</li>
</ol>
এই কোডের আউটপুট হচ্ছে—
উত্তর:
২২৩। <ol type="I">
<li>Item 1</li>
<li>Item 2</li>
</ol>
এই কোডের আউটপুট হচ্ছে--
উত্তর:
২২৪।
<ol type="a">
<li>Item 1</li>
<li>Item 2</li>
<ol>
এই কোডের আউটপুট হচ্ছে—
উত্তর:
২২৫।
<ol type="A">
<li>Item 1</li>
<li>Item 2</li>
<ol>
এই কোডের আউটপুট হচ্ছে--
উত্তর:
২২৬।
<ol type="1">
<li>Item 1</li>
<li>Item 2</li>
</ol>
এই কোডের আউটপুট হচ্ছে--
উত্তর:
২২৭। এক পেইজের সঙ্গে অন্য পেইজের বা একই পেইজের বিভিন্ন অংশের মধ্যে যে সংযোগ করার পদ্ধতি, তাকে লিংক বলে। এই লিংক যখন হাইপারটেক্সটে (এইচটিএমএলে) থাকে তখন তাকে কী বলে?
উত্তর: হাইপারলিংক
২২৮। HTML টেবিলের একেকটি ঘরকে কী বলে?
উত্তর: সেল (cell)
২২৯। <td> এর পরিবর্তে <th> থাকলে সেল এর লেখাটি কী দেখাবে?
উত্তর: বোল্ড (bold) বা গাঁঢ়
২৩০। টেবিলের সেলগুলো একে অপরের থেকে কত পিক্সেল দূরে হবে তা কোন অ্যাট্রিবিউটের মাধ্যমে নির্ধারণ করা হয়?
উত্তর: cellspacing
২৩১। <!-- --> দ্বারা কী বুঝায়?
উত্তর: কমেন্ট (comment)
২৩২। <meta charset="utf-8"> কোন এলিমেন্ট বা ট্যাগের মধ্যে থাকে?
উত্তর: head ট্যাগ
২৩৩। ---- ট্যাগের কাজ হচ্ছে একটি এলিমেন্টের নির্দিষ্ট একটি অংশ নির্বাচন করা।
উত্তর: <span></span>
২৩৪। একই স্টাইল একাধিক এলিমেন্টে ব্যবহার করতে চাইলে, ------ অংশের ভিতরে আলাদাভাবে style ট্যাগ দিয়ে সেগুলো বলে দেওয়া যায়।
উত্তর: <head>...</head>
২৩৫। উপাদানের সীমানা থেকে এর ভেতরের উপাদানগুলোর দূরত্ব নির্ধারণ করা কার কাজ?
উত্তর: padding
২৩৬। উপাদানের ভেতরের লেখা কীভাবে বিন্যস্ত করা হবে তা নির্ধারণ করা (যেমন- left, right, center ইত্যাদি) কার কাজ?
উত্তর: text-align
২৩৭। color, face, size কোন ট্যাগের অ্যাট্রিবিউট?
উত্তর: <font> </font> ট্যাগের
২৩৮। কোন অ্যাট্রিবিউটের মাধ্যমে উপাদানের রং নির্ধারণ করা হয়?
উত্তর: color
২৩৯। html এ অন্যান্য উপাদান থেকে দূরত্ব নির্ধারণ করাকে কি বলে?
উত্তর: margin
২৪০। কোন অ্যাট্রিবিউটে ফন্টের আকার নির্ধারণ করা---
উত্তর: font-size
২৪১। html এ উপাদানের পেছনের পর্দার রং নির্ধারণ করা--
উত্তর: background-color বা bgcolor
২৪২। লাইন ব্রেক বা নতুন লাইন প্রদর্শনের জন্য কোন ট্যাগ ব্যবহার করা হয়?
উত্তর: <br>
২৪৩। কোন হেডিং ট্যাগে অক্ষর সবচেয়ে বড়?
উত্তর: <h1> </h1>
২৪৪। যে পেইজে হাইপারলিংক দেয়ার নির্দেশনায় লেখা a href এর অর্থ কোনটি?
উত্তর: a hyperlink reference
২৪৫। x1y12 এর HTML Source কোড হলো-
উত্তর: x<sub>1</sub>y<sub>1</sub><sup>2</sup>
২৪৬। আনুভূমিক দাগ দেয়া যায় কোনটির সাহায্যে?
উত্তর: <hr>
২৪৭। কোন অ্যাট্রিবিউটে মাধ্যমে উপাদান সীমানা বা দাগ দেখতে কেমন হবে তা নির্ধারণ করে?
উত্তর: border
২৪৮। bgcolor অর্থ ---।
উত্তর: Background Color
২৪৯। ক্রমিক অথবা বিনাক্রম লিস্টে কোন ট্যাগটি থাকা বাধ্যতামূলক?
উত্তর: <li></li> ট্যাগ
২৫০। একটি HTML ডকুমেন্টের শেষ দুটি ট্যাগ থাকে সেগুলো হলো--
উত্তর: </body></HTML>
Most Viewed Today
Confirm a Subscriber to stay with us.
Get free updates on the latest artical, direct to your inbox.