অধ্যায়-৩: MCQ (এক কথায়) | ডিজিটাল ডিভাইস
Updated 1 July 2024
অধ্যায়-৩: MCQ (এক কথায়) | ডিজিটাল ডিভাইস
১১৩। কত সালে জর্জ বুল গণিত ও যুক্তির মধ্যে সুস্পষ্ট সম্পর্ক বের করেন?
উত্তর: 1854
১১৪। কে গণিত ও যুক্তির মধ্যে সুস্পষ্ট সম্পর্ক বের করেন?
উত্তর: জর্জ বুল বা জর্জ বুলি
১১৫। গণিত ও যুক্তির মধ্যে সুস্পষ্ট সম্পর্ক বের যে অ্যালজেবরা প্রতিষ্টিত হয় তাকে কী বলে?
উত্তর: বুলিয়ান অ্যালজেবরা
১১৬।
সিগন্যালটির সাংখ্যিক মান কত?
উত্তর: 010011010
১১৭। A + A + A =?
উত্তর: A
১১৮।
উত্তর: 1
১১৯। A+A=A একটি –-----উপপাদ্য।
উত্তর: মৌলিক উপপাদ্য
১২০। বুলিয়ান অ্যালজেবরার A.A=A একটি –----- উপপাদ্য।
উত্তর: মৌলিক উপপাদ্য
১২১। A+ BC= (A+B) (A+C) উপপাদ্যটি হলো—--
উত্তর: বিভাজন উপপাদ্য
১২২। A + BC= কত?
উত্তর: (A + B) (A + C)
১২৩। ডি-মরগ্যানের উপপাদ্য অনুযায়ী পাই- i. এবং ii. ---------।
উত্তর:
১২৪। ডি-মরগ্যান এর উপপাদ্য দুটি লিখ।
উত্তর: ও
১২৫। এর সরলীকৃত মান লিখ।
উত্তর: ABC
১২৬।এর সরলীকৃত মান কত?
উত্তর: 1
১২৭। এর সরলীকৃত মান কত?
উত্তর:
১২৮।
একটি বুলিয়ান সমীকরণ এবং এই সমীকরণে A=1, B=0, C=1 হলে X=?
উত্তর: 0
১২৯। AND/OR/NOT গেইটগুলোকে কী বলা হয়?
উত্তর: মৌলিক গেইট
১৩০। কোন লজিক গেইটের ইনপুট ও আউটপুট লাইন সমান থাকে?
উত্তর: NOT
১৩১। নিচের কোন লজিক গেইটের আউটপুট ইনপুটের বিপরীত?
উত্তর: NOT
১৩২।
বুলিয়ান সমীকরণ বাস্তবায়ন করতে মোট কয়টি মৌলিক গেইট প্রয়োজন?
উত্তর: ৩টি
১৩৩। যদি তিন ইনপুট OR গেইটের আউটপুট ০ (শূন্য) করা প্রয়োজন হয় তাহলে কোনটি প্রয়োগ করতে হবে?
উত্তর: সকল ইনপুট ০ (শূন্য) করতে হবে
১৩৪।
যুক্তি বর্তনীটি কোন লজিক গেইটের আউটপুট সমীকরণ নির্দেশ করে?
উত্তর: AND
১৩৫। AND এবং NOT গেইট মিলে কোন গেইট হয়?
উত্তর: NAND
১৩৬। OR এবং NOT গেইট মিলে কোন গেইট হয়?
উত্তর: NOR
১৩৭। সর্বজনীন গেইট কোনটি?
উত্তর: NAND ও NOR
১৩৮। সর্বজনীন গেইট কয়টি?
উত্তর: ২টি
১৩৯।
চিত্রটি কোন গেইট নির্দেশ করে?
উত্তর: NAND
১৪০।
চিত্রটি কোন গেইট নির্দেশ করে?
উত্তর: NAND
১৪১।
চিত্রটি কোন গেইট নির্দেশ করে?
উত্তর: NOR
১৪২। তিনটি ইনপুট বিশিষ্ট NOR গেইটের ক্ষেত্রে আউটপুট 1 হবে-
উত্তর: সবগুলো ইনপুট 0 হলে
১৪৩।
সত্যক সারণিতে প্রাপ্ত আউটপুটটি কোন লজিক গেইটকে নির্দেশ করে?
উত্তর: AND
১৪৪।
সত্যক সারণির লজিক গেইট কোনটি?
উত্তর: NOR
১৪৫।
সত্যক সারণিতে, X কলামে ‘0’ স্থলে ‘1’ এবং ‘1’ এর স্থলে ‘0’ বসালে প্রাপ্ত গেইটটি হবে-
উত্তর: OR
১৪৬। NOR গেইটের আউটপুটকে NOT গেইটের মধ্য দিয়ে প্রবেশ করালে কোন গেইট পাওয়া যায়?
উত্তর: OR
১৪৭।
যুক্ত বর্তনীটি কোন গেইট নির্দেশ করে?
উত্তর: AND
১৪৮।
চিত্রের গেইটের সাথে NOT Gate যুক্ত করলে কোন গেইট পাওয়া যাবে?
উত্তর: NAND
১৪৯।
Y এর সরলিকৃত মান কোনটি?
উত্তর: AB
১৫০।
বর্তনীটির আউটপুট Y = 1 পেতে হলে A ও B এর কত ইনপুট দিতে হবে?
উত্তর: A = 1 ও B = 1
১৫১। NAND গেইটে উভয় ইনপুট ১ হলে আউটপুট কী হবে?
উত্তর: 0
১৫২। NOR গেইটে যেকোনো একটি ইনপুট 1 হলে, আউটপুট কী হবে?
উত্তর: 0
১৫৩।
F এর মান কত?
উত্তর: AB+BC
১৫৪।
চিত্রে, 2-কে NOR এবং 3-কে AND করে পরিবর্তন করলে F এর মান কত হবে?
উত্তর: 0 (শূন্য) হবে
১৫৫। NOR গেইটের আউটপুট কোন গেইটের আউটপুটের বিপরীত?
উত্তর: OR
১৫৬। NAND গেইটের আউটপুট কোন গেইটের আউটপুটের বিপরীত?
উত্তর: AND
১৫৭। মৌলিক গেইটগুলো বাস্তবায়ন করা যায় যেসব গেইট দিয়ে তা হলো--
উত্তর: NAND ও NOR
১৫৮। কোনটি NAND গেইট?
উত্তর:
১৫৯।
উত্তর:
১৬০।
চিত্রটি কোন গেইটের সমতুল্য?
উত্তর: OR
১৬১।
Y এর সমীকরণ কোনটি?
উত্তর:
১৬২।
Y এর সরলীকৃত মান কোনটি?
উত্তর: A+B
১৬৩।
যদি, A = 0, B = 1 হয়, তাহলে বর্তনীতে Y এর মান কত হবে?
উত্তর: 1
১৬৪।
বর্তনীর আউটপুটের সরলীকৃত মান কত?
উত্তর: A
১৬৫।
আউটপুট F এর মান কোনটি?
উত্তর: বা
১৬৬।
আউটপুট F এর সরলীকৃত মান কোনটি?
উত্তর:
.১৬৭।
চিত্রে ‘x’ চিহ্নিত গেইট পরিবর্তন করে কোন গেইট বসালে আউটপুট ABC হবে?
উত্তর: NOR
১৬৮।
উদ্দীপকের বর্তনীটির Q-এর মান কত?
উত্তর: 1
১৬৯।
উদ্দীপকের OR গেইটটির পরিবর্তে কোন গেইট ব্যবহার করলে সর্বদা Q = (0) হবে?
উত্তর: AND
১৭০। NAND, NOR ও X-NOR গেইটের সকল ইনপুট 0 হলে আউটপুট মান কত হবে?
উত্তর: 1
১৭১। কোন গেইটে দুটো ইনপুটের একই মানের জন্য আউটপুট ১ এবং ইনপুট দুটো ভিন্ন মানের জন্য আউটপুট ০ হবে?
উত্তর: XNOR
১৭২।
সত্যক সারণিটি কোন গেইট নির্দেশ করে?
উত্তর: XOR
১৭৩।
সত্যক সারণি যে বুলিয়ান সমীকরণ নির্দেশ করে তা হলো --
উত্তর: বা
১৭৪। XOR গেইট তৈরিতে ব্যবহৃত হয়-OR Gate, AND Gate ও ------ Gate ।
উত্তর: NOT
১৭৫।
বর্তনীর আউটপুট হবে---
উত্তর:
১৭৬। কোনটি XOR এর প্রতীক?
উত্তর:
১৭৭।
বর্তনীর আউটপুটের সরলীকরণ মান কত?
উত্তর: 1
১৭৮।
বর্তনীর 1 ও 5 গেইট দুইটি বিনিময় করে সরলীকৃত আউটপুট পাওয়া যাবে--।
উত্তর:
১৭৯।
সমীকরণটি কোন গেইট নির্দেশ করে?
উত্তর: XOR
১৮০। বুলিয়ানে গণিতে, a = 1 ও b = 1 এর জন্য a + b =?
উত্তর: 1
১৮১।
চিত্রটির আউটপুট x হবে-
উত্তর:
১৮২।
বর্তনীতে, A = 1, B =1, c = 1 ইনপুট দেওয়া হয়, আউটপুট Y এর মান কত হবে?
উত্তর: 0
১৮৩।
F এর সরলীকৃত মান কত?
উত্তর: 1 (অর্থাৎ A+A)
১৮৪।
সরলীকৃত, Y = কত?
উত্তর:
১৮৫।
উদ্দীপকে X =?
উত্তর: বা
১৮৬।
AB B C |
আউটপুটে NOR গেইটের এর পরিবর্তে NAND গেইট সংযুক্ত করলে আউটপুট হবে-
উত্তর:
১৮৭।
P এর সরলীকৃত মান কোনটি?
উত্তর:
১৮৮।
A = 1, B = 0 হলে p=?
উত্তর: P=1
১৮৯।
F এর সরলীকৃত মান কোনটি?
উত্তর: A
১৯০।
চিত্রে, XNOR এর স্থলে কোন গেইট বসালে আউটপুট ০ হবে?
উত্তর: NOR
১৯১।
F এর সরলীকৃত মান কোনটি?
উত্তর:
১৯২।
চিত্রের হতে আউটপুট F এর সমীকরণ লিখ।
উত্তর: অথবা
১৯৩।
চিত্রে OR গেইটের পরিবর্তে AND গেইট ব্যবহার করলে F এর মান কত হবে?
উত্তর: 0
১৯৪।
চিত্রে Z এর সমীকরণ কোনটি?
উত্তর:
১৯৫।
বর্তনীতে, NOR গেইটটির স্থলে OR Gate বসালে ফলাফলটি কোন গেইটটির সমান?
উত্তর: XOR
১৯৬।
বর্তনীতে, আউটপুট F এর সরলীকৃত মান কোনটি?
উত্তর: ABC
১৯৭।
F এর সমীকরনটি লিখ।
উত্তর:
১৯৮।
এখানে P =?
উত্তর: X+Y+Z
১৯৯।
চিত্রে, X = 0, Y = 1, Z = 1 হলে P= ? P’ =?
উত্তর: P = 1, P’ = 1
২০০।
বর্তনীতে, F এর সমতুল্য লজিক গেইট কোনটি?
উত্তর: XNOR
২০১।
বর্তনীতে, G হতে প্রাপ্ত গেইটটি দুটি বিটের অবস্থা তুলনা করার জন্য ও হাফ অ্যাডার তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়। সুতরাং, G দ্বারা কোন গেইট নির্দেশ করে?
উত্তর: XOR
২০২।
উল্লিখিত লজিক গেইট এ যখন, P = 1, Q= 1, R = 0 অথবা P = 0, Q= 1, R =1 হয়, তখন X এর মান কত হবে?
উত্তর: 1
২০৩।
x এর সমীকরণ কোনটি?
উত্তর:
২০৪। কোন সার্কিটের সাহায্যে ডেটাকে কম্পিউটারের বোধগম্য ভাষায় রূপান্তর করা যায়?
উত্তর: এনকোডার
২০৫। যে লজিক বর্তনী আলফা নিউমেরিক ক্যারেক্টরকে বাইনারি কোডে পরিণত করে তাকে কী বলে?
উত্তর: এনকোডার
২০৬। 16 লাইন Encoder-এর ক্ষেত্রে Output লাইন কয়টি হবে?
উত্তর: 4 (চার) টি
২০৭। কোন সার্কিটে সর্বোচ্চ ‘ষোলটি ইনপুট থেকে চারটি আউটপুট পাওয়া যায়?
উত্তর: এনকোডার
২০৮। কোন বর্তনী B বর্ণকে ASCII-তে রূপান্তর করে?
উত্তর: এনকোডার
২০৯। এনকোডারের সাহায্যে যেকোনো আলফানিউমেরিক বর্ণকে কোন কোডে পরিণত করা যায়?
উত্তর: Binary/ASCII/EBCDIC/Unicode
২১০। অক্টাল সংখ্যা, দশমিক সংখ্যা, হেক্সাডেসিমেল সংখ্যা সহ যেকোন আলফানিউমেরিক বর্ণ ইনপুট দেওয়ার লজিক্যাল সার্কিট বা ডিভাইস হচ্ছে -----।
উত্তর: এনকোডার
২১১। কোন বর্তনীতে n সংখ্যক ইনপুট এবং 2n সংখ্যক আউটপুট থাকে?
উত্তর: ডিকোডার
২১২। ডিকোডারের ইনপুট সংখ্যা 4 হলে আউটপুট হবে-
উত্তর: 16 (ষোল)
২১৩। পাঁচটি ইনপুটবিশিষ্ট ডিকোডারের আউটপুট লাইন কতটি?
উত্তর: ৩২টি
২১৪। A বর্তনী দুটি সংখ্যার যোগফল কম্পিউটারে বোধগম্যভাবে উপস্থাপন করে, তাহলে A বর্তনীটি হলো-
উত্তর: এনকোডার
২১৫। এনকোডার বর্তনীটি কোথায় যুক্ত থাকে?
উত্তর: কী-বোর্ডে অর্থাৎ ইনপুট ডিভাইসে
২১৬। ডিকোডার বর্তনীটি কোথায় যুক্ত থাকে?
উত্তর: মনিটর অর্থাৎ আউটপুট ডিভাইসে
২১৭। Inverter হিসেবে কাজ করে কোন গেইট?
উত্তর: NOT
২১৮। 8 (আট) বিটের একটি সংখ্যা 10000000 MSB চিহ্ন হিসাবে বিবেচিত হলে 2’s Complement উপস্থাপন করলে ডেসিমেলে সংখ্যাটির মান--
উত্তর: (-128)10
২১৯। F=A+ (B+C) বুলিয়ান সমীকরণটি কোন গেইটকে নির্দেশ করে?
উত্তর: OR
২২০। অক্টাল সংখ্যা পদ্ধতির বৃহত্তম অংক কোনটি?
উত্তর: 7
২২১। ফুল অ্যাডার সার্কিটের সত্যক সারণিতে কতটি সারি থাকবে?
উত্তর: ৮টি
২২২। ২৫ সংখ্যাটিকে প্রকাশ করতে BCD-তে কয়টি বিটের প্রয়োজন?
উত্তর: ৮টি
২২৩। (– 12)10 এর মান 2’s Complement এ কত?
উত্তর: (11110100)2
২২৪।
উত্তর: 0 (শুন্য)
২২৫। (–7) –(– 12) এর মান 2’s Complement এ বিয়োগ প্রক্রিয়ায় কত হবে?
উত্তর: (00000101)2
২২৬। ডিকোডার সার্কিট ----- এর ঠিক বিপরীত কাজটুকু করে।
উত্তর: এনকোডার
২২৭।
এটা দ্বারা কোন গেইট বুঝায়?
উত্তর: NOT
২২৮।
এটা দ্বারা কোন গেইট বুঝায়?
উত্তর: AND
২২৯।
এটা দ্বারা কোন গেইট বুঝায়?
উত্তর: OR
২৩০। মায়ান সংখ্যা পদ্ধতি কত ভিত্তিক ছিল?
উত্তর: ২০ ভিত্তিক
২৩১। মিনিট ও ঘন্টার হিসাব করা হয় কত দিয়ে?
উত্তর: ৬০ (ষাট)
২৩২। কম্পিউটার অভ্যন্তরীণ কাজ করার জন্য কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করা হয়?
উত্তর: বাইনারি
২৩৩। ডিজিটাল সার্কিট বুঝানোর জন্য কোন সংখ্যা পদ্ধতিটি উপযোগী?
উত্তর: বাইনারি
২৩৪। বাইনারির ১১১১ এর দশমিক সংখ্যায় মান কোনটি?
উত্তর: (১৫)১০
২৩৫। (.৬৬)৮ এর পরের সংখ্যাটির বাইনারির মান কত?
উত্তর: (.১১০১১১)২
২৩৬। ৯৫-এর BCD কোডে মান হলো-
উত্তর: (১০০১০১০১)BCD-8421
২৩৭। বাইনারি ১১১.১ এর দশমিক সংখ্যায় মান কোনটি?
উত্তর: (৭.৫)১০
২৩৮। বাইনারিতে ১১০.০১ + ১০১.১০ এর মান কত?
উত্তর: (১০১১.১১)২
২৩৯। বুলেয়ান এ্যালজারয়ায় চলকের কয়টি মান থাকে?
উত্তর: ২টি
২৪০। (১১০১)২ =(?)১০
উত্তর: ১৩
২৪১। (DADA) 16 অপেক্ষা (BABA) 16 কত ছোট?
উত্তর: (২০২০)16
২৪২। বুলিয়ান স্বত্বঃসিন্ধ মতে ১+১ =?
উত্তর: ১
২৪৩। যদি P, Q, R এবং S চারটি বুলিয়ান চালক হয় তবে এদের দ্বারা সর্বোচ্চ কয়টি কম্বিনেশন তৈরি করা সম্ভব?
উত্তর: ১৬টি
২৪৪। টোগল (Toggle) অর্থ ---
উত্তর: অবস্থার পরিবর্তন
২৪৫। মেমরির ক্ষুদ্রতম উপদান হচ্ছে --
উত্তর: ফ্লিফফ্লপ
২৪৬। অস্থায়ী মেমরিকে কী বলে?
উত্তর: রেজিস্টার
২৪৭। কোন সিকুয়েন্সিয়ল লজিক্যাল সার্কিট ইনপুট পালসের সংখ্যা গণনা করতে পারে?
উত্তর: কাউন্টার
২৪৮। D ফ্লিপফ্লপ অর্থ ---
উত্তর: Data/Delay ফ্লিপফ্লপ
২৪৯। SR ফ্লিপফ্লপ অর্থ ---
উত্তর: Set Reset ফ্লিপফ্লপ
২৫০। JK একটি লজিক্যাল সার্কিট যা ----- হিসেবে কাজ করে।
উত্তর: ফ্লিপফ্লপ
Most Viewed Today
Confirm a Subscriber to stay with us.
Get free updates on the latest artical, direct to your inbox.