অধ্যায়-৩: MCQ (এক কথায়) | সংখ্যা পদ্ধতি
Updated 1 July 2024
অধ্যায়-৩: সংখ্যা পদ্ধতি
১। কোন কালের মানুষেরা গাছের ডাল বা হাড়ে দাগ কেটে কিংবা কড়ি, শামুক বা নুড়ি পাথর সংগ্রহ করে সংখ্যার হিসাব রেখেছে।
উত্তর: আদিমকালের
২। কখন সুমেরিয়ান-ব্যবলিয়ান এবং মিশরীয় সভ্যতার শুরু হয়?
উত্তর: প্রায় পাঁচ হাজার বছর আগে
৩। সুমেরিয়ান-ব্যবলিয়ান, মায়ান, ভারতীয় সংখ্যা পদ্ধতিতে কোন ধরনের মান ব্যবহার করা হয়?
উত্তর: স্থানীয়
৪। গ্রীকরা ব্যবলিয়ান এবং মিশরীয়দের সংখ্যা পদ্ধতির উপর ভিত্তি করে তাদের পূর্ণাঙ্গ কত ভিত্তিক সংখ্যা পদ্ধতি গড়ে তোলে?
উত্তর: ১০ ভিত্তিক সংখ্যা পদ্ধতি
৫। এক বাইটের অর্ধেককে কী বলা হয়?
উত্তর: নিবল
৬। বাইনারি অঙ্কের সংক্ষিপ্ত রূপ এবং 0 ও 1 কে কী বলে?
উত্তর: বিট বা বাইনারি ডিজিট
৭। আট বিটের গ্রুপ নিয়ে গঠিত শব্দকে কী বলে?
উত্তর: ১ বাইট
৮। ৮বিট=কত?
উত্তর: ১ বাইট
৯। ইসলামী সভ্যতার বিকাশ হওয়ার পর ভারতীয় সংখ্যা পদ্ধতি আরবদের মাধ্যমে ইউরোপে ছড়িয়ে পড়ে, যেটি আমাদের আধুনিক কোন সংখ্যা পদ্ধতিকে বুঝায়?
উত্তর: দশমিক সংখ্যা পদ্ধতি
১০। প্রাচীন ব্যাবিলনের মানুষ বড় সংখ্যা প্রকাশের জন্য কত ভিত্তিক সংখ্যা ব্যবহার করতো?
উত্তর: ৬০ ভিত্তিক
১১। শূন্যের ব্যবহার কোথায় প্রথম শুরু হয়েছিল?
উত্তর: ভারতবর্ষে
১২। কোন কিছু গননা করার জন্য কতগুলো সাঙ্কেতিক চিহ্ন বা প্রতিক ব্যাবহার করা হয়, এই চিহ্নের মাধ্যমে সংখ্যাকে প্রকাশ করার এবং গণনা করার পদ্ধতিকে কী বলে?
উত্তর: সংখ্যা পদ্ধতি
১৩। সংখ্যা পদ্ধতির ক্ষুদ্রতম প্রতীক কোনটি?
উত্তর: অঙ্ক
১৪। সংখ্যা প্রকাশ করার পদ্ধতিদ্বয় কি কি?
উত্তর: সংখ্যা প্রকাশ করার পদ্ধতিদ্বয় হচ্ছে- (i) পজিশনাল সংখ্যা পদ্ধতি এবং (ii) নন-পজিশনাল সংখ্যা পদ্ধতি।
১৫। যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা চিহ্নগুলোর স্থানভিত্তিক মান থাকে না, তাকে -------- সংখ্যা পদ্ধতি বলে।
উত্তর: নন-পজিশনাল বা অস্থানিক
১৬। যে সংখ্যা পদ্ধতিতে ব্যবহৃত প্রতীক বা চিহ্নগুলোর স্থানভিত্তিক মান থাকে, তাকে --------- সংখ্যা পদ্ধতি বলে।
উত্তর: পজিশনাল বা স্থানিক
১৭। প্রচলিত দশমিক পদ্ধতি কোন ধরনের সংখ্যা পদ্ধতি?
উত্তর: পজিশনাল সংখ্যা পদ্ধতি
১৮। সংখ্যা পদ্ধতিকে প্রধানত কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর: ২
১৯। যে সংখ্যা পদ্ধতিতে 0- 1 এই ২টি অঙ্ক বা চিহ্ন ব্যবহৃত হয় এবং যার ভিত্তি ২ তাকে ---------সংখ্যা পদ্ধতি বলে।
উত্তর: বাইনারি
২০। কোন সংখ্যা পদ্ধতিতে যতটি সাংকেতিক চিহ্ন বা প্রতীক ব্যবহৃত হয়, তাকে ঐ সংখ্যা পদ্ধতির ------- বলে।
উত্তর: ভিত্তি বা বেস
২১। কম্পিউটার সিস্টেমের ভিতর ডেটা বিট সঞ্চালনের গ্রুপে কোনো ত্রুটি শনাক্ত করার জন্য একটি অতিরিক্ত বিট ব্যবহার করা হয়। এই অতিরিক্ত বিট হলো -----------।
উত্তর: প্যারিটি বিট
২২। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত?
উত্তর: ২ (দুই)
২৩। ডিজিটাল ইলেকট্রনিক্স কোন সংখ্যার উপর ভিত্তি করে গড়ে উঠেছে?
উত্তর: বাইনারি (২ ভিত্তিক বাইনারি সংখ্যা)
২৪। ডেসিমাল সংখ্যা পদ্ধতির ভিত্তি কত?
উত্তর: ১০ (দশ)
২৫। যে সংখ্যা পদ্ধতিতে 0- 9 এই ১০টি অঙ্ক বা চিহ্ন ব্যবহৃত হয় এবং যার ভিত্তি ১০, তাকে --------- সংখ্যা পদ্ধতি বলে।
উত্তর: ডেসিমাল (দশমিক)
২৬। দশমিক সংখ্যায় ব্যবহৃত চিহ্নসমূহ কি?
উত্তর: 0, 1, 2, 3, 4, 5, 6,7, 8 এবং 9
২৭। MSD এর পূর্ণরূপ কী?
উত্তর: Most Significant Digit.
২৮। LSD এর পূর্ণরূপ কী?
উত্তর: Least Significant Digit.
২৯। MSB এর পূর্ণরূপ কী?
উত্তর: Most Significant Bit
৩০। LSB এর পূর্ণরূপ কি?
উত্তর: Least Significant Bit
৩১। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো সংখ্যার পূর্ণসংখ্যা ও ভগ্নাংশকে যে চিহ্ন দ্বারা আলাদা করা হয় তাকে কী বলা হয়?
উত্তর: র্যাডিক্স পয়েন্ট
৩২। ৮ ভিত্তিক সংখ্যা পদ্ধতির হচ্ছে—
উত্তর: অক্টাল
৩৩। 762 সংখ্যাটি কোন কোন সংখ্যা পদ্ধতির অন্তর্ভূক্ত হতে পারে--
উত্তর: অক্টাল, ডেসিমেল ও হেক্সাডেসিমেল
৩৪। পজিশনাল সংখ্যা পদ্ধতিতে কোনো একটি সংখ্যার মান নির্ণয় করার জন্য দরকার—i. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর নিজস্ব মান, ii. সংখ্যাটিতে ব্যবহৃত অঙ্কগুলোর স্থানীয় মান ও iii. সংখ্যা পদ্ধতির -----।
উত্তর: বেস বা ভিত্তি
৩৫। (12)10 এর সমকক্ষ বাইনারি কোনটি?
উত্তর: (1100)2
৩৬। হেক্সাডেসিমেল পদ্ধতির ভিত্তি বা বেস কত?
উত্তর: ১৬ (ষোল)
৩৭। 2BAD.8C কোন ধরনের সংখ্যা?
উত্তর: হেক্সাডেসিমেল
৩৮। (11011110.1)2 এর হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি?
উত্তর: (DE.8)16
৩৯। (1110.11)2 এর সমকক্ষ হেক্সাডেসিমেল সংখ্যা কোনটি?
উত্তর: (E.C) 16
৪০। (11011.110111)2 এর সমতুল্য হেক্সাডেসিমেল সংখ্যা কত?
উত্তর: (1B.DC)16
৪১। (100101.101011)2 এর হেক্সাডেসিমেল মান কত?
উত্তর: (25.AC)16
৪২। (BFE)16 এর সমতুল্য অকটাল মান কত?
উত্তর: (5776)৪
৪৩। বাইনারিতে একটি বইয়ের দাম 1001011 হলে দশমিকে কত?
উত্তর: (75)10
৪৪। (29)10 সংখ্যাটির বাইনারি মান কত?
উত্তর: (11101)2
৪৫। (37.125)10 এর বাইনারি মান কত?
উত্তর: (100101.001)2
৪৬। (1010)2 এর সমতুল্য দশমিক মান--- ।
উত্তর: (10)10
৪৭। 111 সংখ্যাটি হতে পারে –-
উত্তর: বাইনারি, অক্টাল, ডেসিমেল, হেক্সাডেসিমেল।
৪৮। কামালের বয়স (101101)2 এর সমকক্ষ অক্টাল সংখ্যা হলো----
উত্তর: (55)8
৪৯। কামালের বয়স (101101)2 হলে, দশ বছর পর কামালের বয়স বাইনারিতে কত হবে?
উত্তর: (110111)2
৫০। যে সংখ্যা পদ্ধতিতে 0- 7 এই ৮টি অঙ্ক বা চিহ্ন ব্যবহৃত হয় এবং যার ভিত্তি ৮, তাকে ------ সংখ্যা পদ্ধতি বলে।
উত্তর: অক্টাল
৫১। (A)16+(10)2+(7)8 এর অক্টাল মান হচ্ছে—
উত্তর: (23)8
৫২। অক্টাল সংখ্যায় কোন চিহ্নসমূহ ব্যবহার করা হয়?
উত্তর: 0, 1, 2, 3, 4, 5, 6, 7
৫৩। (77)8 সংখ্যাটির দশমিক সংখ্যা হলো----
উত্তর: (63)10
৫৪। (77)8 সংখ্যাটির পরবর্তী সংখ্যা কোনটি?
উত্তর: (100)8
৫৫। যে সংখ্যা পদ্ধতিতে 0- 9 এই ১০টি এবং A-F এই ছয়টি সহ সর্বমোট ১৬টি অঙ্ক বা চিহ্ন ব্যবহৃত হয় এবং যার ভিত্তি ১৬, তাকে কোন সংখ্যা পদ্ধতি বলে?
উত্তর: হেক্সাডেসিম্যাল
৫৬। হেক্সাডেসিমেল সংখ্যায় কোন চিহ্নসমূহ ব্যবহৃত হয়?
উত্তর: 0, 1, 2, 3, 4, 5, 6, 8, 9, A, B, C, D, E ও F
৫৭। (110110)2 এর সমকক্ষ হেক্সাডেসিমেল মান হচ্ছে --
উত্তর: (36)16
৫৮। বাইনারি যোগে 1+ 0+1 =?
উত্তর: (10)2
৫৯। (A+B+C)16 এর সমতুল্য বাইনারি মান কোনটি?
উত্তর: (100001)2
৬০। ক্লাশে শিক্ষক (1011.11)2 ও (1101.10)2 এর যোগফল নির্ণয় করতে বললেন। একজন শিক্ষার্থী (11011.11)2 লিখল। সে কত বেশি লিখল?
উত্তর: (10.10)2
৬১। (100)2 এবং (AA)16 এর যোগফল হেক্সাডেসিমেলে কত?
উত্তর: (AE)16
৬২। (A)16+(10)2+(7)8 এর হেক্সাডেসিমেল মান হচ্ছে—
উত্তর: (13)16
৬৩। EFF এর পরের সংখ্যাটি কত?
উত্তর: F00
৬৪। 4, 8, C অনুক্রমটির পরের মান কত?
উত্তর: 10
৬৫। অকটাল সংখ্যা পদ্ধতিতে 177 এর পরবর্তী সংখ্যা কোনটি?
উত্তর: (200)8
৬৬। (100)8 সংখ্যাটির হেক্সাডেসিমাল সংখ্যা হলো—--
উত্তর: (40)16
৬৭। (100)8 সংখ্যাটির আগের সংখ্যা কত?
উত্তর: (77)8
৬৮। (17)8 এর পরের সংখ্যা কোনটি?
উত্তর: (20)8
৬৯। (10)16 এর পূর্বের মান কোনটি?
উত্তর: (F)16
৭০। বাইনারি পদ্ধতিতে 1101 বাইনারি সংখ্যার সাথে (1001)2 এর যোগফল কত?
উত্তর: (10110)2
৭১। (1101)2 এর সমকক্ষ ডেসিমেল সংখ্যা হলো--
উত্তর: (13)10
৭২। মি. সুবীর একজন ছাত্রকে বয়স জিজ্ঞাসা করায় সে বলল বাইনারিতে তার বয়স 10010। তার এই সংখ্যার সাথে (1011)2 যোগ করলে বাইনারিতে যোগফল কত হবে?
উত্তর: (11101)2
৭৩। (1F)16 এর সাথে (10010)2 যোগ করলে হেক্সাডেসিমেল কত হবে?
উত্তর: (30)16
৭৪। কোন সংখ্যা ধনাত্নক নাকি ঋণাত্নক তা বুঝানোর জন্য সংখ্যার পূর্বে +/- চিহ্ন দেওয়া হয়, এটিকে কোন ধরনের সংখ্যা বলে।
উত্তর: চিহ্নযুক্ত
৭৫। একটি বাইনারি সংখ্যাকে পজিটিভ বা নেগেটিভ হিসেবে দেখানোর একটি সহজ উপায় হচ্ছে MSB টিকে ----- জন্য নির্ধারিত করে রাখা।
উত্তর: সাইনের বা চিহ্ন বিট হিসেবে রাখা
৭৬। কোনো সংখ্যার সাথে যে সংখ্যা যোগ করলে যোগফল শূন্য হয়, সেটিই হচ্ছে তার ------ সংখ্যা।
উত্তর: নেগেটিভ
৭৭। বাইনারি সংখ্যায় 0 এর স্থানে ১ এবং ১ এর স্থানে 0 বসিয়ে যে মান পাওয়া যায় তাকে কী বলে?
উত্তর: ১ এর পরিপূরক
৭৮। সংখ্যার বিটগুলোকে উল্টিয়ে যে বাইনারি সংখ্যা গঠন করা হয় তা হচ্ছে -------।
উত্তর: ১ এর পরিপূরক
৭৯। ১ এর পরিপূরক-এর মানের সাথে ১ যোগ করলে মান বা যে সংখ্যা পাওয়া যায় তাকে ----- গঠন বলে।
উত্তর: ২ এর পরিপূরক
৮০। দশমিক সংখ্যা 12 এর 2’s complement কত?
উত্তর: (11110100)2
৮১। -5 এর 2 এর পরিপূরক মান কত? (-5 এর বাইনারি মান কত?)
উত্তর: (1011)2
৮২। (-42)10 সংখ্যাটি উপস্থাপনায় ব্যবহৃত গঠন হলো- i. প্রকৃত মান গঠন ii. ১-এর পরিপূরক গঠন iii. --- গঠন।
উত্তর: ২-এর পরিপূরক
৮৩। মেমোরি পরিমাপের ক্ষুদ্রতম একক কী?
উত্তর: বিট
৮৪। যে প্রক্রিয়ার মাধ্যমে চিহ্ন, বর্ণ, অঙ্ক, প্রতীক, বিশেষ চিহ্ন কিংবা গানিতিক চিহ্নসমূহকে বাইনারিতে প্রকাশ করার পদ্ধতিকে ------ বলে।
উত্তর: কোড
৮৫। কম্পিউটারে বর্ণ, অক্ষর, শব্দ বা চিহ্নকে বাইনারিতে রূপান্তর করার প্রক্রিয়াই হচ্ছে ------।
উত্তর: কোড
৮৬। প্যারিটি বিটযুক্ত ASCII কোড কত বিটের?
উত্তর: ৮ (আট)
৮৭। অ্যাসকি সংকেতমালায় মোট সংকেত সংখ্যা----
উত্তর: ২৫৬ টি
৮৮। অঙ্ক, বর্ণ, চিহ্ন, গাণিতিক চিহ্ন ও বিশেষ চিহ্ন ইত্যাদির জন্য ব্যবহৃত কোডকে কী ধরনের বলে।
উত্তর: আলফানিউমেরিক
৮৯। কোন কোড দশমিক সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে?
উত্তর: BCD
৯০। দশমিক সংখ্যা পদ্ধতির প্রত্যেকটি অঙ্ককে সমতুল্য চার বিট বাইনারিতে প্রকাশ করাকে ------- কোড বলে।
উত্তর: BCD
৯১। BCD কোড কত বিটের?
উত্তর: ৪ (চার) বিটের
৯২। (78)10 এর BCD মান কত?
উত্তর: (01111000)BCD-8421
৯৩। (72)10 এর BCD কোড কোনটি?
উত্তর: (01110010)2
৯৪। যে কোডে বামের তিনটি বিটকে Zone bit এবং ডানের চারটিকে Number bit হিসেবে ধরা হয়, তাকে ------- কোড বলে।
উত্তর: ASCII
৯৫। ASCII-8 কোডে জোন বিট কতটি?
উত্তর: ৩ (তিন) টি
৯৬। ASCII-8 কোডে সংখ্যাসূচক বিট কতটি?
উত্তর: ৪ (চার) টি
৯৭। ASCII এর পূর্ণরূপ হচ্ছে-----
উত্তর: American Standard Code for Information Interchange
৯৮। EBCDIC এর পূর্ণরূপ হচ্ছে-----
উত্তর: Extended Binary coded Decimal Interchange Code.
৯৯। যে কোডের ০-৯ অংকের জন্য ১১১১; A থেকে Z বর্ণের জন্য যথাক্রমে ১১০০, ১১০১, ১১১০ এবং বিশেষ চিহ্নের জন্য ০১০০,০১০১,০১১০ ও ০১১১ জোন বিট হিসেবে বিবেচনা করা হয় তাকে -------- বলে।
উত্তর: EBCDIC
১০০। EBCDIC এ কতটি ভিন্ন ভিন্ন চিহ্ন প্রকাশ করা যায়?
উত্তর: ২৫৬টি
১০১। EBCDIC কোড এর বিট সংখ্যা কয়টি?
উত্তর: ৮ (আট) টি
১০২। ASCII ও EBCDIC কোড ফরমেট দুটি কত বিটের কোড?
উত্তর: ৮ (আট) বিটের
১০৩। ASCII, EBCDIC ও Unicode কোন ধরণের ডেটা আদান-প্রদানের জন্য ব্যবহৃত হয়?
উত্তর: আলফানিউমেরিক
১০৪। কোন কোড প্রাথমিকভাবে টেলিপ্রিন্টারে ব্যবহারের জন্য তৈরি করা হয় এবং পরবর্তীতে এটি কম্পিউটারে সমন্বয় করা হয়?
উত্তর: ASCII
১০৫। কোন কোম্পানি EBCDIC তৈরি করেছিল?
উত্তর: আইবিএম
১০৬। ইউনিকোড কত বিটের?
উত্তর: ১৬ বিটের
১০৭। UNICODE এর পূর্ণরূপ হচ্ছে---
উত্তর: Universal Code
১০৮। UTF এর পূর্ণরূপ কী?
উত্তর: UTF এর পূর্ণরূপ হচ্ছে Unicode Transformation Format
১০৯। সকল মাইক্রো কম্পিউটারে ইংরেজি বর্ণকে অন্তর্ভুক্ত করা যায়–কোন কোড ফরমেট দ্বারা?
উত্তর: ASCII , EBCDIC, ও Unicode দ্বারা
১১০। ইউনিকোডে মোট কতগুলো ভিন্ন অক্ষরকে কোডভূক্ত করা যায়?
উত্তর: ৬৫৫৩৬
১১১। বাংলা বর্ণমালা কোন কোডভুক্ত?
উত্তর: Unicode
১১২। বাংলা ভাষাকে কম্পিউটারে অন্তর্ভুক্ত করার জন্য বর্তমানে কোন ধরনের কোড ব্যবহৃত হয়?
উত্তর: Unicode
Most Viewed Today
Confirm a Subscriber to stay with us.
Get free updates on the latest artical, direct to your inbox.