অধ্যায়-২: MCQ (এক কথায়)
Updated 1 July 2024
১। যে প্রক্রিয়ায় ভাবের আদান-প্রদান বা তথ্য বিনিময়ের জন্য যখন একজন অন্যজনের সাথে যোগাযোগ করে থাকে কোন পদ্ধতি বলে?
উত্তর: ডেটা কমিউনিকেশন
২। দুইটি ডিভাইসের মধ্যে তথ্যের বিনিময় হল –----
উত্তর: ডেটা কমিউনিকেশন
৩। –----- হলো উৎস (প্রেরণকারী) ও গ্রহণকারীর মধ্যে ডেটা আদান-প্রদানের ব্যবস্থা।
উত্তর: ডেটা কমিউনিকেশন
৪। ডেটা কমিউনিকেশনের মৌলিক উপাদান কয়টি?
উত্তর: ৫টি
৫। ডেটা কমিউনিকেশনে উচ্চগতির মাধ্যম হিসেবে ব্যবহৃত হয় কোনটি?
উত্তর: অপটিক্যাল ফাইবার ক্যাবল
৬। ডেটা বা সংকেত একস্থান হতে অন্যস্থানে প্রেরণের জন্য অর্থাৎ সংযোগের জন্য যে উপাদান ব্যবহৃত হয় তাকে কী বলে?
উত্তর: মাধ্যম বা মিডিয়া বা চ্যানেল
৭। যে ডিভাইসের উদ্দেশ্যে ডেটা বা সংকেত ট্রান্সমিট করা হয়ে থাকে তাকে কী বলে?
উত্তর: গন্তব্য বা ডেস্টিনেশন
৮। মডেমের অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে পরিণত করার কাজকে কী বলে?
উত্তর: ডিমডুলেশন
৯। ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করার পদ্ধতিই হলো –----।
উত্তর: মডুলেশন
১০। ডেটা কমিউনিকেশন মাধ্যম কত প্রকার?
উত্তর: দুই
১১। ডেটা স্থানান্তরের হারকে কী বলে?
উত্তর: ব্যান্ডউইথ
১২। bps এর পূর্ণরূপ কী?
উত্তর: bit per second
১৩। একটি চ্যানেল দিয়ে 3 সেকেন্ডে 8100 বিট স্থানান্তরিত হলে তার ব্যান্ডউইথ কত?
উত্তর: 2700 bps
১৪। একটি চ্যানেলের মধ্য দিয়ে ১০ সেকেন্ডে ১, ০০,০০০ বিট, ডেটা ট্রান্সফার হলে এর ব্যান্ডউইথ কত?
উত্তর: ১০০০০ bps বা ১০kbps
১৫। ডেটা কমিউনিকেশনের গতিকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর: ৩
১৬। টেলিগ্রাফ এ কোন ব্যান্ড ব্যবহৃত হয়?
উত্তর: ন্যারো ব্যান্ড
১৭। ন্যারোব্রান্ডে সর্বনিম্ন ডেটা স্পীড কত বিপিএস?
উত্তর: 45bps
১৮। ন্যারো ব্যান্ডে কত গতিতে ডেটা স্থানান্তর হয়?
উত্তর: 45 থেকে 300 bps
১৯। ন্যারো ব্যান্ডের সর্বোচ্চ গতি কত?
উত্তর: 300 bps
২০। টেলিফোনে এ কোন ব্যান্ড ব্যবহৃত হয়?
উত্তর: ভয়েস ব্যান্ড
২১। ভয়েস ব্যান্ড এর সর্বোচ্চ গতি কত?
উত্তর: 6900 bps
২২। কম্পিউটার থেকে প্রিন্টারে ডেটা স্থানান্তরিত হয় কোন ব্যান্ড দিয়ে?
উত্তর: ভয়েস ব্যান্ড
২৩। ব্রডব্যান্ডের ব্যান্ডউইথ কত?
উত্তর: ১ mbps বা অধিক
২৪। এক ডিভাইস হতে অন্য ডিভাইসে ডেটা বিটের বিন্যাসের মাধ্যমে ডাটা স্থানান্তরের প্রক্রিয়াকে কী বলা হয়?
উত্তর: ডেটা ট্রান্সমিশন মেথড
২৫। যে পদ্ধতিতে বিট বিন্যাস সমান্তরালভাবে এক ডিভাইস হতে অন্য ডিভাইসে স্থানান্তর হয় অর্থাৎ একাধিক চ্যানেল ব্যবহৃত হয়, তাকে কী বলা হয়?
উত্তর: প্যারালাল ডেটা ট্রান্সমিশন মেথড
২৬। যেকোনো দূরত্বে অবস্থিত প্রেরক ও প্রাপকের মধ্যে ডেটার বিট বিন্যাস অনুক্রমিক বা ধারাবাহিকভাবে এক বিটের পর অপর একটি বিট স্থানান্তরিত হলে অর্থাৎ একটি মাত্র চ্যানেল ব্যবহৃত হয়, তাকে কী বলে?
উত্তর: সিরিয়াল ডেটা ট্রান্সমিশন মেথড
২৭। ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় কোন ট্রান্সমিশনে?
উত্তর: অ্যাসিনক্রোনাস
২৮। তুলনামূলক সবচেয়ে ট্রান্সমিশনের গতি কম কোন ডাটা ট্রান্সমিশন মেথডে?
উত্তর: অ্যাসিনক্রোনাস
২৯। কোন ডাটা ট্রান্সমিশন মেথড এ প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না?
উত্তর: অ্যাসিনক্রোনাস
৩০। কীবোর্ড থেকে সিপিইউতে ডেটা স্থানান্তরের সময় ব্যবহৃত ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হলো—i. যে কোনো সময় ডেটা প্রেরণ ও গ্রহণ করতে পারে, ও ii. প্রাইমারি স্টোরেজ ডিভাইসের প্রয়োজন হয় না। এই বৈশিষ্ট্য সম্পন্ন ডাটা ট্রান্সমিশন মেথডকে কী বলা হয়?
উত্তর: অ্যাসিনক্রোনাস
৩১। —--- হচ্ছে- i. বিট প্রেরণের সমন্বিত পদ্ধতি, এবং ii. বিটের শুরু এবং শেষ বুঝতে পারা।
উত্তর: বিট সিনক্রোনাইজেশন
৩২। ডেটা ট্রান্সমিশন ডিলে সর্বনিম্ন হয়-
উত্তর: আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড
৩৩। প্রতিটি ডেটা পাঠাতে 125μs সময়ের প্রয়োজন কোন ট্রান্সমিশন মেথডে?
উত্তর: আইসোক্রোনাস ট্রান্সমিশন মেথড
৩৪। কম্পিউটার ও মাল্টিমিডিয়া প্রজেক্টরের মধ্যে ডেটা সঞ্চালন মোড কোনটি?
উত্তর: সিমপ্লেক্স
৩৫। একই সাথে উভয় দিকে ডেটা স্থানান্তর পদ্ধতিকে কী বলে?
উত্তর: ফুল-ডুপ্লেক্স
৩৬। কোনটির মাধ্যমে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে?
উত্তর: ফুল-ডুপ্লেক্স
৩৭। মোবাইল ফোনে কথা বলার সিস্টেম কোন পদ্ধতিতে ডেটা প্রবাহিত হয়?
উত্তর: ফুল-ডুপ্লেক্স
৩৮। ওয়াকিটকি, ফ্যাক্স, এস.এম.এস প্রেরণ ইত্যাদি কোন মোডে চলে?
উত্তর: হাফ-ডুপ্লেক্স
৩৯। যে ব্যবস্থাপনায় দুটি ডিভাইসের মধ্যে উভয়ের দিকেই ভিন্ন ভিন্ন সময়ে ডেটা প্রবাহ করা হয় তাকে কী বলা হয়?
উত্তর: হাফ-ডুপ্লেক্স
৪০। কোন ডেটা ট্রান্সমিশন মোডে একই সময়ে ডেটা দুদিকে যেতে পারে না?
উত্তর: হাফ-ডুপ্লেক্স
৪১। যে ব্যবস্থাপনায় দুটি ডিভাইসের মধ্যে একই সাথে ডেটা আদান-প্রদান করা যায়, তাকে কোন মোড বলে?
উত্তর: ফুল-ডুপ্লেক্স
৪২। একই সময়ে যোগাযোগ করার ক্ষেত্রে কোন ডিভাইস প্রইয়োজন?
উত্তর: মোবাইল/টেলিফোন
৪৩। মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নেয়ার সময় কোন ধরনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যবহৃত হয়?
উত্তর: সিমপ্লেক্স
৪৪। SMS এর মাধ্যমে শিক্ষার্থীর অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডেটা ট্রান্সমিশন মোড হলো-
উত্তর: হাফ-ডুপ্লেক্স
৪৫। মোবাইল ফোন, ল্যান্ড ফোন কোন মোডে চলে?
উত্তর: ফুল ডুপ্লেক্স
৪৬। প্রাপকের উওর ভিত্তি করে, ডাটা ট্রান্সমিশন মোডের ক্ষেত্রে গ্রুপ SMS প্রদান হলো–----।
উত্তর: মাল্টিকাস্ট
৪৭। দিকের উপর ভিত্তি করে টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে----।
উত্তর: সিমপ্লেক্স
৪৮। প্রাপকের সংখ্যার উপর ভিত্তি করে টেলিভিশনের ডেটা ট্রান্সমিশন মোড হচ্ছে------।
উত্তর: ব্রডকাস্ট
৪৯। টিভি সম্প্রচার হলো ---- মোডের উদাহরণ।
উত্তর: ব্রডকাস্ট
৫০। কলেজের বিজ্ঞান ভবনে ২০টি কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত করা হয়। নেটওয়ার্কটি কোন ধরনের?
উত্তর: LAN
৫১। ভিডিও কনফারেন্স এর মাধ্যমে অনার্স প্রথম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাশ উদ্বোধন করা হলে তার ডেটা ট্রান্সমিশন মোড কোনটি হবে?
উত্তর: মাল্টিকাস্ট
৫২। ডেটা আদান-প্রদানের ক্ষেত্রে প্রেরক থেকে গ্রাহক পর্যন্ত যেসব সংযোগ স্থাপন করা হয়, এই সংযোগকে ডেটা কমিউনিকেশনে কী বলে?
উত্তর: মাধ্যম বা চ্যানেল
৫৩। দুটি পরিবাহী তারকে পরস্পর সুষমভাবে প্যাচিয়ে যে ক্যাবল তৈরি করা হয়, সেই ক্যাবলটি কোনটি?
উত্তর: টুইস্টেড পেয়ার ক্যাবল
৫৪। টেলিফোনের জন্য ব্যবহৃত ক্যাবল কোনটি?
উত্তর: টুইস্টেড পেয়ার ক্যাবল
৫৫। কো-এক্সিয়াল ক্যাবলের ডেটা প্রেরণের সাধারণ হার কত?
উত্তর: 100 Mbps
৫৬। কোন ক্যাবল মূলত তামা বা কপার-নির্মিত তিন স্তর বিশিষ্ট তারের ক্যাবল?
উত্তর: কো-এক্সিয়েল ক্যাবল
৫৭। কোন ক্যাবল হালকা ও নমনীয় এবং এটি 10BASE-2 নামেও পরিচিত?
উত্তর: থিননেট
৫৮। কোন ক্যাবল ভারী ও নন-ফ্লেক্সিবল এবং এটি 10BASE-5 নামেও পরিচিত?
উত্তর: থিকনেট
৫৯। 100 Mbps ডেটা ট্রান্সমিশন হয় কোন মাধ্যমটিতে?
উত্তর: কো-এক্সিয়াল ক্যাবলে
৬০। তারগুলো পেঁচানো ও জোড়া জোড়া থাকে বলে ঐ তারকে বলা হয় –--।
উত্তর: টুইস্টেড পেয়ার ক্যাবল
৬১। টুইস্টেড পেয়ার ক্যাবল এর সাধারণ রং কোনটি?
উত্তর: সাদা
৬২। কোন ক্যাবল বিশেষভাবে পরিশুদ্ধ কাচের তৈরি অত্যন্ত সূক্ষ্ম তন্তু বিশেষ যার মধ্যে আলোর পূর্ণঅভ্যন্তরীণ প্রতিফলনের মাধ্যমে ডেটা এক স্থান থেকে অন্য স্থানে গমন করে থাকে?
উত্তর: অপটিক্যাল ফাইবার
৬৩। উচ্চগতি সম্পন্ন ও বিদ্যুৎ চৌম্বক প্রভাবমুক্ত ক্যাবল হলো—--।
উত্তর: অপটিক্যাল ফাইবার
৬৪। আলোক শক্তিকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা কার কাজ?
উত্তর: ফটো ডিটেক্টরের
৬৫। ফাইবারের কোরের ব্যাস যখন ৪ থেকে 12 মাইক্রন হয় তখন সেটিকে কোন ধরণের ফাইবার বলা হয়?
উত্তর: সিঙ্গেল মোড
৬৬। ফাইবার অপটিক ক্যাবলের কেন্দ্রের যে অংশের প্রতিসরাংক কম সেই অংশকে কী বলা হয়?
উত্তর: ক্ল্যাডিং
৬৭। কোন ক্যাবলে তথ্য আদান-প্রদানের মূল অংশ হলো-i. আলোক উৎস, ii. প্রেরক মাধ্যম ও iii. ডিটেক্টর?
উত্তর: অপটিক্যাল ফাইবার
৬৮। যার মাধ্যমে তরঙ্গ আকারে যখন প্রেরক ও গ্রাহকযন্ত্রের মধ্যে তথ্য আদান-প্রদানের ব্যবস্থা করা হয় সেটিকে কী বলা হয়?
উত্তর: তারবিহীন মাধ্যম বা ওয়্যারলেস মিডিয়াম
৬৯। 10 কিলোহার্জ থেকে গিগাহার্জের মধ্যে সীমিত ইলেকট্রো ম্যাগনেটিক স্পেকট্রামকে কী বলা হয়?
উত্তর: রেডিও ওয়েভ
৭০। মোটামুটিভাবে ১ গিগাহার্টজ হতে ১০০ গিগাহার্টজের ভিতরে ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রাম ফ্রিকোয়েন্সি ব্যান্ডই হলো–-----।
উত্তর: মাইক্রোওয়েভ
৭১। মাইক্রোওয়েব তরঙ্গ কত প্রকার?
উত্তর: ২
৭২। –--- এমন একটি যন্ত্র যা ভূ-পৃষ্ঠ হতে ৩৬,০০০ কি. মি. উর্ধ্বাকাশে স্থাপন করা হয় ফলে পৃথিবীর অক্ষে ঘূর্ণনের সমান গতিতে পৃথিবীকে পরিক্রমণ করতে পারে।
উত্তর: জিওস্টেশনারি স্যাটেলাইট
৭৩। GEO স্যাটেলাইট ভূমি থেকে কত উচ্চতায় নির্দিষ্ট কক্ষপথে রাখতে হয়?
উত্তর: ৩৬,০০০ কি. মি.
৭৪। ভূপৃষ্ঠে ট্রান্সমিটার বসানো থাকে কোন ওয়েভে?
উত্তর: টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ
৭৫। টেলিভিশনের রিমোট কন্ট্রোলে কোন মাধ্যম ব্যবহৃত হয়?
উত্তর: ইনফ্রারেড (Infrared)
৭৬। মাইক্রোওয়েভ এর ফ্রিকোয়েন্সি রেঞ্জ কত?
উত্তর: 1GHz – 100 GHz
৭৭। উঁচুটাওয়ারগুললোতে কোন ধরনের মিডিয়া ব্যবহার করে?
উত্তর: টেরিস্ট্রিয়াল মাইক্রোওয়েভ
৭৮। আকাশমুখী ব্যবস্থা ব্যবহার করা হয় i. টেলিভিশনের সিগন্যাল পাঠানোর ক্ষেত্রে, ii. আবহাওয়ার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণে, ও iii. আন্তঃমহাদেশীয় টেলিফোন কলের ক্ষেত্রে। এখানে, আকাশমুখী ব্যবস্থা বলতে কী বুঝানো হয়েছে?
উত্তর: স্যাটেলাইট কমিউনিকেশন
৭৯। ৩০০ গিগাহার্জথেকে ৪০০ টেরাহার্জ পর্যন্ত ফ্রিকোয়েন্সি রেঞ্জকে কী বলা হয়?
উত্তর: ইনফ্রারেড (Infrared)
৮০। নির্দিষ্ট জোনে তারবিহীন ইন্টারনেট পাওয়ার ব্যবস্থাকে কী?
উত্তর: হটস্পট
৮১। কোন ওয়্যারলেজ প্রযুক্তিটি নিম্ন শক্তিসম্পন্ন রেডিও সঞ্চালনে ডেটা পরিবর্তন করতে সক্ষম?
উত্তর: ব্লুটুথ
৮২। কোনটি ব্লুটুথ স্ট্যান্ডার্ড?
উত্তর: IEEE 802.15
৮৩। ওয়্যারলেস নেটওয়ার্কিং জগতে –----- হচ্ছে এমন একটি পদ্ধতি বা প্রযুক্তি যা স্বল্প দূরত্বের মধ্যে তারবিহীনভাবে দুটি ডিভাইসের মধ্যে ডেটা আদান-প্রদান করে থাকে।
উত্তর: ব্লুটুথ
৮৪। –---- হলো দুই ধরনের ডিভাইসের সমন্বয় যার দ্বারা ন্যাভিগেশন বা রেডিও ফ্রিকোয়েন্সি আইডেন্টিফিকেশন করা হয়।
উত্তর: ট্রান্সপোভার
৮৫। দুটি নেটওয়ার্ক ডিভাইসের মধ্যে যোগাযোগ স্থাপনের সময় পালিত কিছু নিয়মনীতি, যা যোগাযোগের প্রকৃতি নির্ধারণ, বাস্তবায়ন ও সমন্বয় করে, তাকে কী বলা হয়?
উত্তর: নেটওয়ার্ক প্রাটোকল
৮৬। ডেটা কমিউনিকেশন নিয়ন্ত্রণ ও পরিচালনার জন্য কিছু বিধি বা নিয়ম মেনে চলতে হয়। এসব বিধি বা নিয়মের সমষ্টিকে –---- বলে।
উত্তর: প্রাটোকল
৮৭। ব্লুটুথের মাধ্যমে তৈরি নেটওয়ার্ককে বলে—---।
উত্তর: PAN
৮৮। ব্লুটুথ প্রযুক্তির সাহায্যে যে নেটওয়ার্ক তৈরি করা হয় তার মৌলিক উপাদান হলো –---।
উত্তর: পিকোনেট
৮৯। দুটি ডিভাইসের মধ্যে চলমান বা স্থিতাবস্থায় তারবিহীন যোগাযোগ হচ্ছে –----।
উত্তর: মোবাইল কমিউনিকেশন বা মোবাইল যোগাযোগ
৯০। সাধারণত –----- হলো--i তারবিহীন যোগাযোগ ব্যবস্থা ও ii. ফুল ডুপ্লেক্স নেটওয়ার্ক।
উত্তর: মোবাইল কমিউনিকেশন বা মোবাইল যোগাযোগ
৯১। কোনটি Wi-Fi স্ট্যান্ডার্ড?
উত্তর: IEEE 802.11
৯২। কোনটি ওয়্যারলেস লোকাল এরিয়া নেটওয়ার্কের প্রযুক্তি?
উত্তর: WiFi
৯৩। IEEE 802.11 প্রযুক্তির সাহায্যে কোন ধরনের নেটওয়ার্কটি তৈরি করা যাবে?
উত্তর: LAN
৯৪। –----- হলো বর্তমান সময়ের অত্যন্ত জনপ্রিয় ওয়্যারলেস প্রযুক্তি, যেটা উচ্চ গতিসম্পন্ন ইন্টারনেট ব্যবহারসহ কম্পিউটারের লোকাল এরিয়া নেটওয়ার্কে যুক্ত হয়ে ডেটা আদান-প্রদান করে থাকে।
উত্তর: WiFi
৯৫। WiFi এর পূর্ণরূপ হলো–--।
উত্তর: Wireless Fidelity
৯৬। WiMAX এর পূর্ণরূপ হলো–
উত্তর: World Wide Interoperability for Microwave Access
৯৭। কোনটি Wi-MAX স্ট্যান্ডার্ড?
উত্তর: IEEE 802.16
৯৮। WiMax কোন ধরনের নেটওয়ার্কে ব্যবহৃত হয়?
উত্তর: MAN
৯৯। –--- হচ্ছে দ্রুতগতির যোগাযোগ প্রযুক্তি, যেটি প্রচলিত DSL এবং তারযুক্ত ইন্টারনেটের পরিবর্তে ওয়্যারলেস ইন্টারনেট সুবিধা দিয়ে থাকে।
উত্তর: WiMax
১০০। ------ এবং WiMax এর মধ্যে পার্থক্য হচ্ছে- i. কভারেজ এরিয়ায় ii. ট্রান্সমিশন মোডে ii. ট্রান্সমিশন স্পীডে।
উত্তর: WiFi
১০১। সাশ্রয়ীভাবে পাহাড়ী এলাকায় কার্যকরী নেটওয়ার্কস্থাপনের জন্য কোন মাধ্যমটি সুবিধাজনক?
উত্তর: রেডিও ওয়েভ/ ওয়াইম্যাক্স প্রযুক্তি
১০২। কোন প্রজন্মের মোবাইলে সর্বপ্রথম MMS সার্ভিস চালু হয়?
উত্তর: 2G (দ্বিতীয় প্রজন্ম)
১০৩। MMS এর পূর্ণরূপ কী?
উত্তর: Multimedia Message Service
১০৪। গ্রীন ফোন বলা হয় কোন প্রযুক্তির মোবাইল ফোনকে?
উত্তর: CDMA
১০৫। কোন প্রযুক্তিটি ইউনিক কোডিং পদ্ধতি ব্যবহার করে?
উত্তর: GPRS
১০৬। GPRS এর পূর্ণরূপ কী?
উত্তর: General Packet Radio Service
১০৭। GSM এর পূর্ণরূপ কী?
উত্তর: Global System for Mobile Communication
১০৮। সবচেয়ে জনপ্রিয় মোবাইল টেলিফোন সিস্টেম বা প্রযুক্তি কোনটি?
উত্তর: GSM
১০৯। যে মোবাইল ফোন ব্যবহৃত হয় সেটির কভারেজ এরিয়ার বাইরে গিয়েও অনবরত ডেটা সার্ভিস পাওয়াকে কী বলা হয়?
উত্তর: রোমিং
১১০। মোনবাইলের কোন প্রজন্ম হতে ইন্টারনেট ব্যবহার শুরু হয়?
উত্তর: 3G (৩য় প্রজন্ম)
১১১। মোবাইল কমিউনিকেশনে কোন প্রজন্মে Analog Radio Signal ব্যবহৃত হয়?
উত্তর: 1G (প্রথম প্রজন্ম)
১১২। রেডিও সিগনাল প্রথমে ডিজিটাল পদ্ধতিতে কোন প্রজন্মের মোবাইলে ব্যবহৃত হয়?
উত্তর: 2G (দ্বিতীয় প্রজন্ম)
১১৩। SIM-এর পূর্ণরূপ কী?
উত্তর: Subscriber Identity Module
১১৪। আইপি ডেটা নেটওয়ার্ক কোন প্রজন্মের?
উত্তর: 4G (৪র্থ প্রজন্ম)
১১৫। EDGE হচ্ছে একটি ------।
উত্তর: ডেটা সার্ভিস
১১৬। কোনটি চতুর্থ প্রজন্মের মোবাইল ফোনের প্রধান বৈশিষ্ট্য?
উত্তর: আইপি নির্ভর ওয়্যারলেস নেটওয়ার্ক
১১৭। কোন প্রজন্মের মোবাইল ফোনে আল্টা ব্ৰডব্যান্ড গতির ইন্টারনেট ব্যবহার করা হয়?
উত্তর: 4G
১১৮। নির্দিষ্ট কিছু বন্ধুকে SMS-এর মাধ্যমে বার্তা জানানোর মোড কোনটি?
উত্তর: মাল্টিকাস্ট
১১৯। কোন প্রজন্মের মোবাইল ফোনের প্রযুক্তি দিয়ে সম্ভব -i. IP নির্ভর ওয়ারলেস নেটওয়ার্কস্থাপন ও ii. ত্রি-মাত্রিক পরিবেশে ডেটা স্থানান্তর?
উত্তর: 4G
১২০। নির্দিষ্ট এলাকায় ব্যবহৃত মোবাইল ফোনের প্রযুক্তি হচ্ছে------।
উত্তর: CDMA
১২১। CDMA এর পূর্ণরূপ হল—--
উত্তর: CODE DIVISION MULTIPLE ACCESS
১২২। কোন মোবাইল প্রযুক্তিতে রোমিং সুবিধা নেই?
উত্তর: CDMA
১২৩। --—- মোবাইল প্রযুক্তির বৈশিষ্ট্য হলো- i. Identification Module ব্যবহার করা যায় ও ii. প্রাইভেসী বেশি
উত্তর: CDMA
১২৪। কম্পিউটারের পারস্পরিক যোগাযোগকে কী বলা হয়?
উত্তর: নেটওয়ার্ক
১২৫। সর্ববৃহৎ এলাকার জুড়ে কোন নেটওয়ার্কটি তৈরি হয়?
উত্তর: WAN
১২৬। WAN এর একটি উদাহরণ হল—-
উত্তর: INTERNET
১২৭। একই ভবনের বিভিন্ন কক্ষে রক্ষিত কম্পিউটারের মধ্যে নেটওয়ার্কব্যবস্থাকে কী বলে?
উত্তর: LAN
১২৮। ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ভৌগলিক দিক দিয়ে কোন ধরনের নেটওয়ার্কের মধ্যে রাখা যুক্তিযোক্ত?
উত্তর: LAN
১২৯। একটি রুমে থাকা ল্যাপটপগুলোকে একটি রাউটারের মাধ্যমে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা গ্রহণ করা হয়, সেই নেটওয়ার্কটি ধরন হবে –-----।
উত্তর: LAN বা WLAN
১৩০। ক্যাবল, ক্লায়েন্ট সার্ভার ডিভাইস এবং রাউটারের মাধ্যমে কী তৈরি করা হয়?
উত্তর: নেটওয়ার্ক
১৩১। কোথায় বহুল পরিমাণে- i. ক্যাবল বা তার ii. রেডিও ওয়েভ এবং iii. মাইক্রোওয়েভ ব্যবহৃত হয়?
উত্তর: নেটওয়ার্কে
১৩২। একটি অফিসের আটতলা ভবনের বিভিন্ন তলায় অবস্থিত সকল কম্পিউটারকে নেটওয়ার্কের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। তাদের নেটওয়ার্কটি কী ধরনের হবে?
উত্তর: LAN
১৩৩। আটতলা ভবনের একটি অফিসের নেটওয়ার্কটিকে তারবিহীন প্রযুক্তিতে গড়ে তুলতে কোন ফ্রিকুয়েন্সি সীমা ব্যবহৃত হবে?
উত্তর: 51-100Mbps
১৩৪। একটি শহর বা ছোট অঞলজুড়ে বিস্তৃত একটি বড় এলাকার বিভিন্ন স্থানে অবস্থিত কতকগুলো কম্পিউটার নিয়ে গঠিত নেটওয়ার্ক হলো –-----।
উত্তর: MAN
১৩৫। MAN এর পূর্ণরূপ হলো—
উত্তর: Metropolitan Area Network
১৩৬। LAN এর পূর্ণরূপ হলো—
উত্তর: Local Area Network
১৩৭। PAN এর পূর্ণরূপ হলো—
উত্তর: Personal Area Network
১৩৮। CAN এর পূর্ণরূপ হলো–---
উত্তর: Campus Area Network
১৩৯। WAN এর পূর্ণরূপ হলো—
উত্তর: Wide Area Network
১৪০। ১০মিটার থেকে ৩০মিটারের নেটওয়ার্ক কভারেজ এরিয়ায় কোন ধরনের নেটওয়ার্ক তৈরি হয়?
উত্তর: PAN
১৪১। ১০কিলোমিটার থেকে ৬০কিলোমিটারের নেটওয়ার্ক কভারেজ এরিয়ায় কোন ধরনের নেটওয়ার্ক তৈরি হয়?
উত্তর: MAN
১৪২। একটা দেশ বা মহাদেশ বা পরোপৃথিবী জুড়ে যে নেটওয়ার্কের কভারেজ এরিয়া বিদ্যমান থাকে। সেটি কোন ধরনের নেটওয়ার্ক?
উত্তর: WAN
১৪৩। যে নেটওয়ার্কে নোডগুলো টার্মিনাল হিসেবে কাজ করবে এবং এদের নিয়ন্ত্রণে কেন্দ্রিয় সার্ভার থাকে, সেই নেটওয়ার্কে বলা হয় --------।
উত্তর: Centralized Network বা কেন্দ্রিয় নেটওয়ার্ক
১৪৪। যে নেটওয়ার্কে নোডগুলো ওয়ার্কস্টেশন হিসেবে কাজ করবে এবং এদের নিয়ন্ত্রণে কেন্দ্রিয় সার্ভার থাকে, সেই নেটওয়ার্কে বলা হয় --------।
উত্তর: Distributed Network
১৪৫। কোনো ব্যক্তির দৈনন্দিন ব্যবহৃত ব্যক্তিগত বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসগুলোর মধ্যে সংযোগ স্থাপন করে যে নেটওয়ার্ক গড়ে তোলা হয়, তাকে কী বলা হয়?
উত্তর: PAN (পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক) অথবা প্রাইভেট নেটওয়ার্ক
১৪৬। একটি ছয়তলা ভবনের বিভিন্ন তলায় নেটওয়ার্কব্যবস্থা স্থাপন করা হলো, প্রচলিতভাবে একে বলা হবে--
উত্তর: LAN
১৪৭। কোন ব্যবস্থায় হার্ডওয়্যার রিসোর্স শেয়ার করা সম্ভব হবে?
উত্তর: নেটওয়ার্ক ব্যবস্থায়
১৪৮। কোন ব্যবস্থায় সফটওয়্যার রিসোর্স শেয়ার করা সম্ভব হবে?
উত্তর: নেটওয়ার্ক ব্যবস্থায়
১৪৯। কোন ব্যবস্থায় ইনফরমেশন রিসোর্স শেয়ার করা সম্ভব হবে?
উত্তর: নেটওয়ার্ক ব্যবস্থায়
১৫০। একাধিক ক্লায়েন্ট/ওয়ার্কস্টেশন ও একটি কেন্দ্রীয় সার্ভারের সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক হলো –-----।
উত্তর: ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্ক
১৫১। পিয়ার-টু-পিয়ার ও ক্লায়েন্ট-সার্ভার নেটওয়ার্কের সমন্বয়ে গঠিত নেটওয়ার্ক হলো –----।
উত্তর: হাইব্রিড নেটওয়ার্ক
১৫২। যে নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত নয় এবং যেকোনো সময় যেকেনো কম্পিউটার নেটওয়ার্কে সংযুক্ত হতে পারে, তাকে কোন ধরণের নেটওয়ার্ক বলে?
উত্তর: পাবলিক নেটওয়ার্ক
১৫৩। যে নেটওয়ার্কে ব্যবহারকারীর সংখ্যা নিয়ন্ত্রিত এবং কোনো কম্পিউটারকে নেটওয়ার্কে যুক্ত করতে কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন হয়, তাকে কোন ধরণের নেটওয়ার্ক বলে?
উত্তর: প্রাইভেট নেটওয়ার্ক
১৫৪। পৃথক সার্ভার কম্পিউটার ব্যতীত দুই বা ততোধিক কম্পিউটাৱের মধ্যে রিসোর্স শেয়ার করার জন্য যে নেটওয়ার্কে গঠন করা হয়, কোন ধরণের নেটওয়ার্ক বলা হয়?
উত্তর: পিয়ার-টু-পিয়ার নেটওয়ার্ক
১৫৫। যেকোন ইলেকট্রনিক্স ডিভাইসকে নেটওয়ার্কের সাথে সংযুক্ত করতে প্রয়োজন?
উত্তর: NIC
১৫৬। NIC এর পূর্ণরূপ কী?
উত্তর: Network Interface Card
১৫৭। কোন ডিভাইসটিতে ডেটা ফিল্টারিং সম্ভব?
উত্তর: রাউটার
১৫৮। একই প্রটোকল ভিত্তিক ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করতে কোন ডিভাইসের প্রয়োজন?
উত্তর: রাউটার
১৫৯। কোন ডিভাইসের সাহায্যে প্রেরক কম্পিউটার থেকে সিগন্যাল নির্দিষ্ট প্রাপক কম্পিউটারেই প্রেরণ করা যায়?
উত্তর: সুইচ
১৬০। NAT এর পূর্ণরূপ কী?
উত্তর: Network Address Traslation
১৬১। PAT এর পূর্ণরূপ কী?
উত্তর: Protocol Address Traslation বা Public Address Traslation
১৬২। কোন ডিভাইস নেটওয়ার্কে অবস্থিত সকল কম্পিউটারকে ডাটা সিগন্যাল ব্রডকাস্ট করে?
উত্তর: হাব
১৬৩। কোন ডিভাইসে ডেটা ট্রাফিক বেশি?
উত্তর: হাব
১৬৪। কাছাকাছি দূরত্বে নেটওয়ার্ক বিস্তৃতির লক্ষ্যে একাধিক LAN সংযুক্ত করতে কোন ডিভাইস ব্যবহৃত হয়?
উত্তর: ব্রীজ
১৬৫। ব্রীজ কোন ডিভাইসের মত কাজ করতে পারে?
উত্তর: সুইচ
১৬৬। ভিন্ন প্রটোকল ভিত্তিক ভিন্ন ভিন্ন নেটওয়ার্ক সংযুক্ত করতে কোন ডিভাইসের প্রয়োজন?
উত্তর: গেটওয়ে
১৬৭। প্রটোকল ট্রান্সলেশনে সুবিধা দেয় কোন নেটওয়ার্ক ডিভাইস?
উত্তর: গেটওয়ে
১৬৮। কোন ডিভাইসটি প্রটোকল ট্রান্সলেশনে ব্যবহৃত হয়?
উত্তর: গেটওয়ে
১৬৯। কোন ডিভাইস- i. ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে পরিণত করে এবং ii. প্রেরক ও প্রাপক যন্ত্র হিসেবে কাজ করে।
উত্তর: মডেম
১৭০। –---- হচ্ছে একটি নেটওয়ার্ক ডিভাইস যা মডুলেশন ও ডিমডুলেশনের মাধ্যমে এক কম্পিউটারের তথ্যকে অন্য কম্পিউটারে পৌছে দেয় ।
উত্তর: মডেম
১৭১। কোন ডিভাইস-ডেটা পাঠানো ও ডেটা গ্রহণ করার কাজে ব্যবহৃত হয়?
উত্তর: মডেম
১৭২। ----- একটি যন্ত্র এর কাজ হচ্ছে- i. নেটওয়ার্ক সম্প্রসারণ করা ii. একাধিক প্রটোকলের নেটওয়ার্কসংযুক্ত করা iii. দুটি ভিন্ন নেটওয়ার্কের মধ্যে সংযোগ ঘটানো।
উত্তর: রাউটার
১৭৩। কম্পিউটার নেটওয়ার্কিং এর জন্য কয় ধরনের টপোলজি ব্যবহার করা হয়?
উত্তর: ৬
১৭৪। কেন্দ্রিয় ডিভাইসের সহায়তায় কাছাকাছি দূরত্বে অর্থাৎ ১০০ মিটার বা একটা কক্ষে কোন টপোলজি মাধ্যমে নেটওইয়ার্ক তৈরি করা হয়?
উত্তর: স্টার
১৭৫। স্টার টপোলজিতে কোন ডিভাইসটি ব্যবহৃত হয়?
উত্তর: হাব/সুইচ
১৭৬। কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে?
উত্তর: স্টার
১৭৭। একটি কেন্দ্রীয় হাব দ্বারা কোন টপোলজি সংযুক্ত থাকে?
উত্তর: স্টার
১৭৮। সেলুলার ফোনে কোন টপোলজি ব্যবহৃত হয়?
উত্তর: স্টার
১৭৯। একটা কক্ষে ল্যাব স্থাপনে কোন টপোলজি যথোপযুক্ত?
উত্তর: স্টার
১৮০। রহিম বাসায় নেটওয়ার্কস্থাপনের জন্য দোকান থেকে RJ45 কানেক্টর ও ১টি সুইচ কিনে আনে । রহিমের বাসার নেটওয়ার্ক কোন টপোলজির হবে?
উত্তর: স্টার
১৮১। কোন টপোলজিতে ক্যাবলের সহায়তায় নোডগুলোর মধ্যে মাল্টি কানেশন তৈরি করা হয়?
উত্তর: মেশ
১৮২। কোন টপোলজিতে ক্যাবলের খরচ বেশি পড়ে?
উত্তর: মেশ
১৮৩। রিং টপোলজির নোডগুলো পরস্পর সংযুক্ত করলে কোন টপোলজি গঠন করা যাবে?
উত্তর: মেশ
১৮৪। N সংখ্যাক নোডের জন্য সম্পূর্ন মেশ টপোলজিতে মোট কতটি কানেকশন থাকে?
উত্তর: N (N-1)/2 টি
১৮৫। কোন টপোলজিতে নোডগুলো প্রত্যেকে প্রত্যেকের সাথে একটি কানেকশনের মাধ্যমে পাশাপাশি ক্যাবল দ্বারা সংযোক্ত হয়ে একমূখী ডাটা প্রবাহিত করে?
উত্তর: রিং
১৮৬। একটি কম্পিউটার নষ্ট হলে কোন টপোলজিতে ডেটা পারাপারে কোন সমস্যা হয়?
উত্তর: রিং
১৮৭। মূল ব্যাকবোন ক্যাবল দিয়ে কোন টপোলজির সকল নোড ডাটা স্থানান্থরিত করে?
উত্তর: বাস
১৮৮। কোন টপোলজিতে নেটওয়ার্ক বিস্তৃতি করা তুলনামূলক সহজ?
উত্তর: বাস
১৮৯। অফিস আদালত ও শিক্ষা প্রতিষ্ঠানের জন্য সচারাচর কোন টপোলজির মাধ্যমে নেটওয়ার্ক তৈরি করা হয়?
উত্তর: ট্রী বা হায়ারারকিক্যাল
১৯০। শাখা-প্রশাখা ভিত্তিক নেটওয়ার্ক টপোলজিকে কী বলা হয়?
উত্তর: ট্রী বা হায়ারারকিক্যাল
১৯১। দুই বা ততোধিক টপোলজি নিয়ে যে নেটওয়ার্ক গঠন করা হয় তাকে কী বলা হয়?
উত্তর: হাইব্রীড টপোলজি
১৯২। বাস, রিং ও স্টার টপোলজির সম্বনয়ে কোন টপোলজি তৈরি হবে?
উত্তর: হাইব্রীড টপোলজি
১৯৩। কোন টপোলজিতে প্রথম ও শেষ কম্পিউটার পরস্পর সরাসরি যুক্ত থাকে?
উত্তর: রিং ও মেশ
১৯৪। ইন্টারনেট নির্ভর ভাড়ার বিনিময়ে দূর অবস্থান থেকে সেবা নেওয়াকে কী বলা হয়?
উত্তর: ক্লাউড কম্পিউটিং
১৯৫। PaaS এর পূর্ণরূপ কী?
উত্তর: Platform as a Service
১৯৬। IaaS এর পূর্ণরূপ কী?
উত্তর: Infrastructure as a Service
১৯৭। SaaS এর পূর্ণরূপ কী?
উত্তর: Software as a service
১৯৮। NaaS এর পূর্ণরূপ কী?
উত্তর: Network as a Service
১৯৯। Google Apps Engine কোন ক্লাউড সেবার উদাহরণ?
উত্তর: প্ল্যাটফর্মভিত্তিক সেবা
২০০। এমন একটি সার্ভিস যা গ্রহণ করায় অটো আপডেট, উচ্চ গতিসম্পন্ন ডিজিটাল সুবিধা পায়, সার্ভিসটির নাম কী?
উত্তর: ক্লাউড কম্পিউটিং
২০১। ------ হচ্ছে- i. একটি ব্যবসায়িক মডেল ii. অন-ডিমান্ড সেবা iii. পে-অ্যাজ-ইউ-গো৷
উত্তর: ক্লাউড কম্পিউটিং
২০২। ------ সার্ভিসের ক্ষেত্রে প্রযাজ্যে- i. কেন্দ্রীয় রিমোট সার্ভারের মাধ্যমে ডাটা নিয়ন্ত্রণ এবং ii. রক্ষণাবেক্ষণ খরচ নেই।
উত্তর: ক্লাউড কম্পিউটিং
২০৩। ----- এর মাধ্যমে কাজ করা সুবিধাজনক- i. শুধুমাত্র নিজস্ব হার্ডওয়্যার প্রয়োজন, ii. সফটওয়্যার স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়, ও iii. সার্বক্ষণিক ব্যবহার করা যায়।
উত্তর: ক্লাউড কম্পিউটিং
২০৪। “যত চাহিবে তত দিতে বাধ্য থাকিবে অর্থাৎ on demand Service” কোন সেবাকে বুঝানো হয়েছে?
উত্তর: ক্লাউড কম্পিউটিং
২০৫। “যখন চাহিবে তখন দিতে বাধ্য থাকিবে অর্থাৎ ২৪ ঘন্টা সেবা দিবে” কোন সেবাকে বুঝানো হয়েছে?
উত্তর: ক্লাউড কম্পিউটিং
২০৬। “Pay As You Go” কোন সেবাকে বুঝানো হয়েছে?
উত্তর: ক্লাউড কম্পিউটিং
২০৭।
চিত্রটি কোন ধরণের টপোলজি নির্দেশ করে?
উত্তর: হাইব্রীড টপোলজি
২০৮।
চিত্রটি কোন ধরণের টপোলজি নির্দেশ করে?
উত্তর: বাস টপোলজি
২০৯। বৃত্তকার নেটওয়ার্কের সংগঠন কোনটি?
উত্তর: রিং টপোলজি
২১০। কোন নেটওয়ার্ক টপোলজিতে একটি কম্পিটার ডাটা স্থানান্তর করতে অপারগ হলো পুরো নেটওয়ার্ক অচল হয়ে যায়?
উত্তর: রিং টপোলজি
২১১। EDGE এর পূর্ণরূপ কী?
উত্তর: Enhance Data Rate for GSM Evoluation
২১২। কোন সংগঠনটি রিং, স্টার, বাস সম্বনয়ে তৈরি হতে পারে?
উত্তর: হাইব্রীড
২১৩। পয়েন্ট টু পয়েন্ট লিংক ব্যবহৃত হয় কোন নেটওয়ার্ক সংগঠনে?
উত্তর: মেশ
২১৪। কোন নেটওয়ার্ক সংগঠনে একটি কেন্দ্রিয় ডিভাইস থাকে?
উত্তর: স্টার
২১৫। নেটওয়ার্কভুক্ত কম্পিউটারসমূহের অবস্থানগত এবং সংযোগ বিন্যাসকে কী বল হয়?
উত্তর: টপোলজি
২১৬। Modulator ও Demodulator এর সংক্ষিপ্ত রূপ কী?
উত্তর: MODEM
২১৭। নিয়ন্ত্রণ কাঠামো ও সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে নেটওয়ার্ক কয় ধরণের?
উত্তর: ৩
২১৮। নিয়ন্ত্রণ কাঠামো ও সার্ভিস প্রদানের উপর ভিত্তি করে নেটওয়ার্ক ধরণ কি কি?
উত্তর: ৩টি ১। পিয়ার টু পিয়ার ২। ক্লায়েন্ট সার্ভার ৩। হাইব্রীড
২১৯। মালিকানার উপর ভিত্তি করে নেটওয়ার্ক কয় ধরণের?
উত্তর: ২
২২০। মালিকানার উপর ভিত্তি করে নেটওয়ার্ক ধরণ কি কি?
উত্তর: ২টি ১। পাবলিক ২। প্রাইভেট
২২১। E
Most Viewed Today
Confirm a Subscriber to stay with us.
Get free updates on the latest artical, direct to your inbox.