অধ্যায়-১: MCQ (এক কথায়)
Updated 1 July 2024
১। ---- হলো ভার্চুয়াল রিয়েলিটির একটি নতুন রূপ, যেখানে বাস্তবজগতের সাথে ভার্চুয়াল জগতের এক ধরনের সংমিশ্রণ ঘটানো হয়।
উত্তর: অগমেন্টেড রিয়েলিটি
২। VR প্রযুক্তি হলো---
উত্তর: Virtual Reality
৩। --- হলো হার্ডওয়্যার ও সফটওয়্যারের মাধ্যমে তৈরিকৃত এমন এক ধরনের কৃত্রিম পরিবেশ, যা ব্যবহারকারীদের কাছে উপস্থাপন করা হলে এটিকে বাস্তব পরিবেশ বলে মনে হয় ।
উত্তর: ভার্চুয়াল রিয়েলিটি
৪। ছবি 3G প্রযুক্তির মাধ্যমে অতি দ্রুত পাঠানোর ব্যবস্থা কোনটি?
উত্তর: MMS
৫। ভার্চুয়াল রিয়েলিটিতে কত মাত্রিক জগৎ তৈরি হয়?
উত্তর: ত্রিমাত্রিক
৬। ভিজুয়্যাল ম্যানুফ্যাকচারিং সিস্টেম অটোমোশনে ব্যবহৃত হয় ----।
উত্তর: CAM
৭। CAM এর পূর্ণরূপ কী?
উত্তর: Computer Aided Manufacturing
৮। কোনটির প্রভাবে-চিকিৎসাক্ষেত্রে ঝুঁকি কমে ও সৈনিকদের উন্নত প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়?
উত্তর: ভার্চুয়াল রিয়েলিটি
৯। কম্পিউটার সিম্যুলেশন প্রয়োগের ক্ষেত্র কোনটি?
উত্তর: ভার্চুয়াল রিয়েলিটি
১০। কোন প্রযুক্তির সহায়তায় ঝুঁকিমুক্ত প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়?
উত্তর: ভার্চুয়াল রিয়েলিটি
১১। কোন প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই ড্রাইভিং প্রশিক্ষণ নেওয়া সম্ভব?
উত্তর: ভার্চুয়াল রিয়েলিটি
১২। প্রশিক্ষণে ব্যবহৃত প্রযুক্তিটি হচ্ছে ----।
উত্তর: ভার্চুয়াল রিয়েলিটি
১৩। 3D গ্লাস, HMD, CAVE কোন প্রযুক্তির জন্য হার্ডওয়্যার হিসেবে ব্যবহৃত হয়?
উত্তর: ভার্চুয়াল রিয়েলিটি
১৪। গেইম তৈরিতে কোন প্রযুক্তির সহায়তা নেওয়া হয়?
উত্তর: ভার্চুয়াল রিয়েলিটি
১৫। মনুষ্যত্বহীনতা কোন প্রযুক্তির নেতিবাচক প্রভাব?
উত্তর: ভার্চুয়াল রিয়েলিটি
১৬। স্বাস্থ্যের ঝুঁকি কোন প্রযুক্তির নেতিবাচক প্রভাব?
উত্তর: ভার্চুয়াল রিয়েলিটি
১৭। একটি যন্ত্রকে মানুষের মতো বুদ্ধিমত্তা দিয়ে সেটিকে চিন্তাশক্তি, বুদ্ধি কিংবা বিশ্লেষণ করানোর ক্ষমতা দেওয়ার ধারণাটিকে সাধারণভাবে কী বলে?
উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তা
১৮। ১৯৫৬ সালে কে প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) ধারণা দেন?
উত্তর: জন ম্যাকার্থি
১৯। কোনো ঘটনা বা পরিস্থিতির সাপেক্ষে কোনো যন্ত্র (যেমন- কম্পিউটার) কী ধরনের সিদ্ধান্ত নিবে তার সক্ষমতা পরিমাপণ পদ্ধতি হলো -----।
উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তা
২০। কৃত্রিম বুদ্ধিমত্তার জনক বলা হয় কাকে?
উত্তর: জন ম্যাকার্থি
২১। ডেটা বা তথ্যকে প্রক্রিয়া করার জন্য এমন একটি পদ্ধতি, যেটি মানুষের মস্তিষ্কের মতো কাজ করে।
উত্তর: নিউরাল নেট বা নিউরাল নেটওয়ার্ক
২২। ভার্চুয়াল রিয়েলিটির আক্ষরিক অর্থ ------।
উত্তর: কৃত্রিম বাস্তবতা
২৩। মেশিন লার্নিং, ডিপ লার্নিং, NLP, Robotics কোন বিষয়ের ক্ষেত্র?
উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence
২৪। AI এর পূর্ণরূপ কী?
উত্তর: Artificial Intelligence
২৫। chatGPT কোন বিষয়ের সাথে সম্পর্কিত?
উত্তর: AI বা Artificial Intelligence
২৬। -------ব্যবহারিক ক্ষেত্র হল এক্সপার্টসিস্টেম।
উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তার
২৭। ------- এর ব্যবহারিক ক্ষেত্র হল ফাজি লজিক।
উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তা
২৮। ----- ব্যবহারিক ক্ষেত্র হল লার্নিং সিস্টেম।
উত্তর: কৃত্রিম বুদ্ধিমত্তার
২৯। কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রোগ্রামিং ভাষা হিসেবে প্রধানত ব্যবহৃত হয় কোনটি?
উত্তর: PROLOG/CLISP/LISP
৩০। মেশিন লার্নিং অর্থ --------।
উত্তর: যান্ত্রিক শিখন
৩১। -------- হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডাটা সায়েন্স এর ক্ষেত্র যেখানে মেশিনকে ডেটা ইনপুট দিয়ে শিখানো হয়। এর ফলশ্রুতিতে মেশিন মানুষের মত সীদ্ধান্ত নিতে সক্ষম হয়।
উত্তর: মেশিন লার্নিং
৩২। -------- হল মেশিন লার্নিং এর উপশাখা যেখানে বিশাল পরিমাণ ডেটা ও নিউরাল নেটওয়ার্ক এর মাধ্যমে মেশিন সীদ্ধান্ত নেয়।
উত্তর: ডিপ লার্নিং
৩৩। মেশিনকে শিখানোর জন্য মানুষের নিউরাল এর মত কৃত্রিম নিউরাল তৈরি করা হয়। কৃত্রিম নিউরাল এর এক একটা নোড হল এক একটা নিউরন। একে কী বলা হয়?
উত্তর: নিউরাল নেটওয়ার্ক
৩৪। মেশিন লার্নিং এ কোন বিষয়বস্তুকে মানুষের মস্তিষ্ককে অনুকরণ করে তৈরি করা হয়?
উত্তর: নিউরাল নেটওয়ার্ক
৩৫। নিউরাল নেটওয়ার্ক এর কয়টি স্তর থাকে?
উত্তর: ৩টি যথা- ১) ইনপুট স্তর ২) লুকায়িত স্তর ৩) আউটপুট স্তর।
৩৬। মেশিনকে আগে থেকে না শিখিয়ে উপস্থিত বিশাল পরিমাণ ডেটা থেকে যন্ত্র বা মেশিন নিজেই বিভিন্ন বিষয় সম্পর্কে শিখবে এবং মানুষের মত সীদ্ধান্ত নিতে পারবে। একেই কী বলে।
উত্তর: Reinforcement learning
৩৭। NLP এর পূর্ণরূপ কী?
উত্তর: Natural Language Processing
৩৮। ভাষা থেকে ভাষা অনুবাদ করা বা তথ্যের সমন্বয় সাধন করা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের ক্ষেত্রটি হচ্ছে------।
উত্তর: NLP
৩৯। Google Translator -------- এর উদাহরণ।
উত্তর: NLP
৪০। বিজ্ঞান, ইঞ্জিনিয়ারিং এবং প্রযুক্তির সমন্বয়ে গঠিত যে বিষয়টি রোবটের ধারণা, নকশা, উৎপাদন কার্যক্রম কিংবা ব্যবহার বাস্তবায়ন করতে পারে তাই হলো ----।
উত্তর: রোবটিক্স
৪১। ---- কম্পিউটার নিয়ন্ত্রিত যন্ত্র বা যন্ত্রমানব, যা মানুষের কর্মকাণ্ডের অনুরূপ কর্মকাণ্ড করতে পারে।
উত্তর: রোবট
৪২। কোন পদ্ধতিতে Actuator ব্যবহৃত হয়?
উত্তর: রোবটিক্স
৪৩। কাজের প্রয়োজনে রোবটকে কত ডিগ্রি কোণ পর্যন্ত ঘুরানো যায়?
উত্তর: ৩৬০°
৪৪। বাসাবাড়িতে গৃহস্থালি কাজ ও খনির অভ্যন্তরীণ কাজে কোন যন্ত্র ব্যবহৃত হয়?
উত্তর: রোবট
৪৫। কাকে কম্পিউটার প্রোগ্রামিং দিয়ে নিয়ন্ত্রণ করা হয়?
উত্তর: রোবট
৪৬। রোবটের অঙ্গ-প্রত্যঙ্গ নাড়াচাড়া করার জন্য বৈদ্যুতিক মোটরের সমন্বয়ে তৈরিকৃত বিশেষ যন্ত্রকে কী বলা হয়?
উত্তর: অ্যাকচুয়েটর
৪৭। Robotics শব্দটা এসেছে ------- হতে যা ১৯২০ সালে প্রকাশিত Karal Capek এর নাটক হতে।
উত্তর: Robot
৪৮। Robot শব্দটা এসেছে ------- হতে।
উত্তর: Robota
৪৯। এক ধরনের কাটা ছেড়াবিহীন চিকিৎসা পদ্ধতি, যার মাধ্যমে অত্যাধিক শীতল তাপমাত্রার গ্যাস মানব শরীরে প্রয়োগ করে অস্বাভাবিক বা অপ্রত্যাশিত রোগাক্রান্ত টিস্যু/ত্বক কোষ ধ্বংস করা হয়। সেই চিকিৎসা পদ্ধতি বলা হয় -----।
উত্তর: ক্রায়োসার্জারি
৫০। ক্রায়োসার্জারি চিকিৎসায় টিউমারের ধরন অনুযায়ী এবং নির্দিষ্ট শীতলতায় পৌঁছানোর জন্য বিভিন্ন ধরনের গ্যাস, যেমন- তরল নাইট্রোজেন, আর্গন, অক্সিজেন বা কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করা হয়। এই তরল গ্যাসগুলোকে কী বলে।
উত্তর: ক্রায়োজেনিক এজেন্ট
৫১। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত এক ধরনের নিয়ন্ত্রিত আল্টাথিন সুচ ও মাইক্রো ক্যামেরাযুক্ত নল যা দিয়ে ক্ষতস্থান শনাক্ত ও প্রবেশ করিয়ে নির্ধারিত ক্রায়োজেনিক গ্যাস ব্যবহার করা হয়। এই যন্ত্রাংশকে কী বলা হয়?
উত্তর: ক্রায়োপ্রোব
৫২। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত প্রধান উপাদান হল ----।
উত্তর: নাইট্রোজেন
৫৩। ক্রায়োসার্জারি চিকিৎসা পদ্ধতিতে ব্যবহৃত নিষ্ক্রিয় গ্যাস কোনটি?
উত্তর: আর্গন/হিলিয়াম
৫৪। কোনটিতে টিউমার টিস্যুর তাপমাত্রা হ্রাস-বৃদ্ধি করা হয়, নাইট্রোজেন ব্যবহার করা হয় ও অত্যধিক শীতল তাপমাত্রা প্রয়োগ করা হয়?
উত্তর: ক্রায়োসার্জারি
৫৫। কোন চিকিৎসা পদ্ধতিতে–চিকিৎসা ব্যয় তুলনামূলকভাবে কম, অপারেশনের ধকল সহ্য করতে হয় না ও আশেপাশের কোষের ক্ষতি হয় না?
উত্তর: ক্রায়োসার্জারি
৫৬। ---- এ ব্যবহৃত হয়- আর্গন গ্যাস ও হিলিয়াম গ্যাস কিন্তু তরল হাইড্রোজেন গ্যাস ব্যবহৃত হয় না ।
উত্তর: ক্রায়োসার্জারি
৫৭। হাইপোথার্মিয়া ও নিউরোসার্জারি রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ----।
উত্তর: ক্রায়োসার্জারি
৫৮। ক্যান্সার রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় ----।
উত্তর: ক্রায়োসার্জারি
৫৯। নিউরোসার্জারির বিকল্প চিকিৎসায় ব্যবহৃত হয় ----।
উত্তর: ক্রায়োসার্জারি
৬০। গ্রিক শব্দ ক্রায়ো অর্থ ------।
উত্তর: “বরফের মতো ঠান্ডা”
৬১। সার্জারি অর্থ ---------।
উত্তর: “হাতের কাজ”
৬২। ------- এমন একটি চিকিৎসা পদ্ধতি যার মাধ্যমে অত্যন্ত নিম্ন তাপমাত্রায় শরীরের অস্বাভাবিক বা রোগাক্রান্ত কোষগুলোকে ধবংস করে।
উত্তর: ক্রায়োসার্জারি
৬৩। ক্রায়োসার্জারিতে ব্যবহৃত তরল নাইট্রোজেন, অক্সিজেন, কার্বন ডাই-অক্সাইড কে বলা হয়?
উত্তর: ক্রয়োজেনিক এজেন্ট
৬৪। প্রাচীনকালে কারা শীতলীকরণ প্রক্রিয়ায় ত্বকের রোগ নিয়াময় করত?
উত্তর: মিশরীয়রা
৬৫। কোন প্রক্রিয়ায় তাপমাত্রা -৪১ থেকে -১৯৬ ডিগ্রি সেন্টিগ্রেড রাখা হয়।
উত্তর: ক্রায়োসার্জারি
৬৭। কোন চিকিৎসা পদ্ধতিতে পূর্বপ্রস্তুতির প্রয়োজন নেই?
উত্তর: ক্রায়োসার্জারি
৬৮। কোন চিকিৎসা পদ্ধতিতে জটিল পার্শ্বপ্রতিক্রিয়া, ব্যাথা, রক্তপাত ও অপারেশন জনিত কাঁটাছেড়ার জটিলতা নেই?
উত্তর: ক্রায়োসার্জারি
৬৯। ওয়াল ক্যান্সারের চিকিৎসায় ব্যবহৃত হয় -----।
উত্তর: ক্রায়োসার্জারি
৭০। ------ হলো সেইসব স্যাটেলাইট যেগুলো পৃথিবীপৃষ্ঠ থেকে ৩৬,০০০ কিলোমিটার উপরে পৃথিবীর ঘূর্ণনের সাথে মিল রেখে হুবহু একই গতিতে পৃথিবীকে প্রদক্ষিণ করে।
উত্তর: জিওস্টেশনারি স্যাটেলাইট
৭১। মহাকাশযান যখন পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির বাধন কাটিয়ে পৃথিবীপৃষ্ঠ থেকে কমপক্ষে একশত কিলোমিটার উপরে বায়ুমণ্ডলের বাইরে যায় তখন সেটাকে কী বলা হয়?
উত্তর: মহাকাশ অভিযান
৭২। ১৯৭১ সালে মঙ্গল গ্রহে অবতর্ন করে-
উত্তর: মার্স-৩
৭৩। GPS এর পূর্নরূপ----
উত্তর: Global Positioning System
৭৪। PLC এর পূর্নরূপ----
উত্তর: Program Logic Control
৭৫। CAD এর পূর্নরূপ----
উত্তর: Computer Aided Design
৭৬। মনুষ্যবিহীন -------- ব্যবহার করে যুদ্ধের পরিস্থিতি পালটে দেওয়া সম্ভব হচ্ছে।
উত্তর: এয়ারক্রাফট (UAV) বা ড্রোন
৭৭। UAV কী?
উত্তর: মনুষ্যবিহীন এয়ারক্রাফট বা Unmanned Aerial Vehicle
৭৮। মানুষের দৈহিক গঠন বা আচরণগত বৈশিষ্ট্য পরিমাপের ভিত্তিতে কোনো ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার জন্য ব্যবহৃত প্রযুক্তি কী বলা হয়?
উত্তর: বায়োমেট্রিক
৭৯। মানুষের হাতের আকার, পুরুত্ব, হাতের রেখার বিন্যাস ও আঙুলের দৈর্ঘ্য বিশ্লেষণ করে ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার পদ্ধতিই হলো -----।
উত্তর: হ্যান্ড জিওমেট্রি / বায়োমেট্রিক
৮০। ব্যক্তিকে অদ্বিতীয়ভাবে শনাক্ত করার প্রযুক্তি কোনটি?
উত্তর: বায়োমেট্রিক
৮১। নিরাপত্তাক্ষেত্রে ও ব্যক্তি শনাক্তকরণে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
উত্তর: বায়োমেট্রিক
৮২। বায়োমেটিক্সের কী স্ট্রোক হলো ----।
উত্তর: আচরণগত বৈশিষ্ট্য
৮৩। বায়োমেট্রিকের ভয়েস রিকগনিশন হলো ----।
উত্তর: আচরণগত বৈশিষ্ট্য
৮৪। বায়োমেট্রিকের স্বাক্ষর হলো ----।
উত্তর: আচরণগত বৈশিষ্ট্য
৮৫। বায়োমেট্রিকের ফেইস রিকগনিশন হলো ----।
উত্তর: শারীরিক বৈশিষ্ট্য
৮৬। বায়োমেট্রিকের রেটিনা হলো ----।
উত্তর: শারীরিক বৈশিষ্ট্য
৮৭। বায়োমেট্রিকের আইরিশ হলো ----।
উত্তর: শারীরিক বৈশিষ্ট্য
৮৮। বায়োমেট্রিকের আঙুলের চাপ হলো ----।
উত্তর: শারীরিক বৈশিষ্ট্য
৮৯। বায়োমেট্রিকের শিরা ও উপশিরা হলো ----।
উত্তর: শারীরিক বৈশিষ্ট্য
৯০। কম্পিউটার ব্যবহার নিয়ন্ত্রণে, অপরাধী ও ব্যক্তি শনাক্তকরণে ও পাসপোর্ট তৈরিতে কোনটি ব্যবহৃত হয়?
উত্তর: বায়োমেট্রিক
৯১। মোবাইল সিম ক্রয়ে কোন প্রযুক্তি গ্রাহককে সহায়তা করে?
উত্তর: বায়োমেট্রিক
৯২। জাতীয় পরিচয়পত্রে, পাসপোর্টে ও জন্ম নিবন্ধনে কোন প্রযুক্তি ব্যবহৃত হতে পারে?
উত্তর: বায়োমেট্রিক
৯৩। কোন প্রযুক্তির মাধ্যমে সিকিউরিটি সিস্টেম তৈরি করে-কম্পিউটার নিয়ন্ত্রণ ও অনুমোদিত ব্যক্তিকে শনাক্ত করা হয়?
উত্তর: বায়োমেট্রিক
৯৪। অফিসের প্রবেশ পথে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়ে থাকে?
উত্তর: বায়োমেট্রিক
৯৫। বায়োমেট্রিকে কোন মেশিন সবচেয়ে বেশি ব্যবহৃত হয় ও সহজলভ্য?
উত্তর: ফিঙ্গার প্রিন্ট মেশিন
৯৬। বায়োমেট্রিক কোন বৈশিষ্ট্য সবচেয়ে বেশি কার্যকরী?
উত্তর: আইরিশ ও রেটিনা স্ক্যান
৯৭। ----- হলো জীববিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, গণিত এবং পরিসংখ্যানের সমন্বয়ে গঠিত একটি বিষয় যা জীববিজ্ঞানের বিশাল পরিমাণ ডেটা সংগ্রহ, সংরক্ষণ এবং সঠিকভাবে প্রক্রিয়া করে সেগুলো ব্যাখ্যা করে।
উত্তর: বায়োইনফরমেটিক্স
৯৮। কোনটিতে জীববিজ্ঞানের সাথে ডেটাবেজ, অ্যালগরিদম, পরিসংখ্যান ইত্যাদি বিষয়ের সমন্বয় হয়েছে?
উত্তর: বায়োইনফরমেটিক্স
৯৯। কম্পিউটারকেন্দ্রিক জীববিজ্ঞান বলা হয় কোনটিকে?
উত্তর: বায়োইনফরমেটিক্স
১০০। কোনটিতে জৈবিক ডেটার সমাহার ব্যবহৃত হয়?
উত্তর: বায়োইনফরমেটিক্স
১০১। বিভিন্ন জটিল রোগের কারণ আবিষ্কারে কোন প্রযুক্তির কাজ?
উত্তর: বায়োইনফরমেটিক্স
১০২। জৈবিক পদ্ধতি বিশ্লেষণ সম্পর্কে সম্যক এবং সঠিক ধারণা অর্জন করার ক্ষেত্রে ব্যবহৃত হয় কোনটি?
উত্তর: বায়োইনফরমেটিক্স
১০৩। ডিএনএ ম্যাপিং ও অ্যানালাইসিস পর্যবেক্ষণে ব্যবহৃত হয় কোনটি?
উত্তর: বায়োইনফরমেটিক্স
১০৪। জিন ফাইন্ডিং ও প্রোটিনের মিথস্ক্রিয়া পর্যবেক্ষণে ব্যবহৃত হয় কোনটি?
উত্তর: বায়োইনফরমেটিক্স
১০৫। জীবদেহে জিনোমকে প্রয়োজন অনুযায়ী সাজিয়ে কিংবা একাধিক জীবের জিনোমকে জোড়া লাগিয়ে নতুন জীবকোষ সৃষ্টির কৌশলই হলো ------।
উত্তর: জেনেটিক ইঞ্জিনিয়ারিং
১০৬। জেনেটিক ইঞ্জিনিয়ারিং-এর জনক কে?
উত্তর: Paul Berg
১০৭। কোনটি ডিএনএ-এর নতুন সিকুয়েন্স তৈরির প্রযুক্তি?
উত্তর: জেনেটিক ইঞ্জিনিয়ারিং
১০৮। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
উত্তর: জেনেটিক ইঞ্জিনিয়ারি
১০৯। বাণিজ্যিকভাবে ইনসুলিন তৈরি করা যায় কোনটির মাধ্যমে?
উত্তর: জেনেটিক ইঞ্জিনিয়ারি
১১০। BRRI কর্তৃক উদ্ভাবিত বিভিন্ন উচ্চফলনশীল ধান আবিষ্কারে ব্যবহৃত প্রযুক্তি কোনটি?
উত্তর: জেনেটিক ইঞ্জিনিয়ারিং
১১১। কোন প্রযুক্তির মাধ্যমে-অর্থনৈতিক উন্নয়ন ও জীববৈচিত্র্যের উদ্ভব হয়?
উত্তর: জেনেটিক ইঞ্জিনিয়ারিং
১১২। প্রথম ট্রান্সজেনিক প্রাণী-
উত্তর: ইঁদুর
১১৩। পাটের জিন মানচিত্র আবিষ্কার করেন কে?
উত্তর: ড. মাকসুদুল আলম
১১৪। উচ্চ ফলনশীল শস্য উৎপাদনে কোন প্রযুক্তি ব্যবহৃত হয়?
উত্তর: জেনেটিক ইঞ্জিনিয়ারি
১১৫। ------ এর মাধ্যমে শস্যের i. গুণগত মান বৃদ্ধি পায় ও ii. উৎপাদনে বৈচিত্র্য আসে।
উত্তর: জেনেটিক ইঞ্জিনিয়ারিং
১১৬। ---------- মূলত ট্রান্সজেনিক (উন্নত বৈশিষ্ট্যধারী) উদ্ভিদ ও প্রাণী সৃষ্টিতে কাজ করে।
উত্তর: জেনেটিক ইঞ্জিনিয়ারিং
১১৭। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোষের নিউক্লিয়াস পর্যবেক্ষণ করলে দেখা যায় যে, এর মধ্যে প্যাঁচানো কিছু বস্তু রয়েছে; এগুলোই হলো -----।
উত্তর: ক্রোমোজোম
১১৮। ---- হলো ডিএনএ-এর ভেতরে থাকা ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, যা সেই প্রাণীর জীবনের বৈশিষ্ট্যকে বহন করে।
উত্তর: জিন
১১৯। মানবদেহে ২০ হাজার থেকে ৩০ হাজার জিন রয়েছে। এ ধরনের এক সেট জিনকে কী বলে?
উত্তর: জিনোম
১২০। ক্রোমোজোমের মধ্যে চেইনের মতো প্যাঁচানো কিছু পদার্থ রয়েছে। এগুলোকে ---- বলা হয়।
উত্তর: ডিএনএ (DNA-Deoxyribonucleic Acid)
১২১। গবেষণার মাধ্যমে ব্যাকটেরিয়ার জিনে মানুষের জিন লাগিয়ে নতুন ডিএনএ আবিষ্কার করা হয়, যাকে বলা হয় ------।
উত্তর: রিকম্বিনেন্ট ডিএনএ বা RDNA/জেনেটিক ইঞ্জিনিয়ারিং
১২২। রিকম্বিনেন্ট ডিএনএ সমৃদ্ধ জীবকোষকে বলা হয় -----।
উত্তর: Genetically Modified Organism (GMO)
১২৩। ------ এর মাধ্যমে i. খাদ্য ঘাটতি পূরণে সহায়তা করবে, ii. পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, ও iii. অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করবে।
উত্তর: জেনেটিক ইঞ্জিনিয়ারিং
১২৪। বিজ্ঞান ও প্রযুক্তি ব্যবহার করে 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা এবং ব্যবহার করার প্রযুক্তিই হলো ------।
উত্তর: ন্যানোটেকনোলজি
১২৫। আণবিক পর্যায়ে ধাতব পদার্থকে পরিবর্তন ও নিয়ন্ত্রণের প্রযুক্তি কোনটি?
উত্তর: ন্যানোটেকনোলজি
১২৬। 1 থেকে 100 ন্যানোমিটার আকৃতির কোনো কিছু তৈরি করা হলে তাকে সাধারণভাবে ----- বলে ।
উত্তর: ন্যানো-পার্টিকেল
১২৭। খাদ্যজাত দ্রব্যের প্যাকেজিং ও প্রলেপ তৈরিতে ব্যবহৃত প্রযুক্তি-
উত্তর: ন্যানোটেকনোলজি
১২৮। পলিথিন, ফাইবার প্রভৃতি কোন পদ্ধতিতে প্রস্তুত করা হয়?
উত্তর: ন্যানোটেকনোলজি
১২৯। ন্যানোটেকনোলজি কয়টা প্রক্রিয়ায় কাজ করে?
উত্তর: দুটি (Top Down, Bottom Up)
১৩০। কোন পদ্ধতিতে ক্ষুদ্রাতিক্ষুদ্র আণবিক উপাদান থেকে শুরু করে ধীরে ধীরে বড় কোন জিনিস তৈরি করা হয়?
উত্তর: ন্যানোটেকনোলজির Bottom Up
১৩১। কোন পদ্ধতিতে একটু বর আকৃতির কিছু থেকে ধীরে ধীরে ভেঙে ক্ষুদ্রাতিক্ষুদ্র আকৃতির কোন জিনিস তৈরি করা হয়?
উত্তর: ন্যানোটেকনোলজির Top Down
১৩২। টপ ডাউন পদ্ধতিতে কোন জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয়। এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি?
উত্তর: ন্যানোটেকনোলজি
১৩৩। ন্যানো অবজেক্ট তৈরি করা হয় কোথা থেকে?
উত্তর: মলিকুলার কম্পোনেন্ট থেকে
১৩৪। মলিকুলার কম্পোনেন্ট থেকে তৈরি অবজেক্টকে কী বলে?
উত্তর: ন্যানো অবজেক্ট
১৩৫। ১ ন্যানোমিটার সমান কত মিটার?
উত্তর: ১০-৯ মিটার
১৩৬। পানি নিষ্কাশন ও বায়ু পরিশোধনে কোন প্রযুক্তি ব্যবহার করা হয়?
উত্তর: ন্যানোটেকনোলজি
১৩৭। ক্ষুদ্রাতিক্ষুদ্র যন্ত্র তৈরির প্রযুক্তি হচ্ছে ------।
উত্তর: ন্যানোটেকনোলজি
Most Viewed Today
Confirm a Subscriber to stay with us.
Get free updates on the latest artical, direct to your inbox.